নতুন আইফোন কিনবেন? ২০ হাজার টাকা সস্তা হল iPhone 15 ও iPhone 16, রয়েছে চমৎকার ক্যামেরা

নতুন iPhone কিনতে চাইলে আপনার জন্য রয়েছে দারুণ অফার। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে iPhone 15 মডেলটি এখন কম দামে পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনি ডিভাইসটি প্রায় ১৮,৫০০ টাকা পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন। সরাসরি ছাড়ের পাশাপাশি ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠানো যাবে। আসুন ফোনটি কত দামে আপনার হতে পারে দেখে নেওয়া যাক।

iPhone 15 এর দাম ও অফার

লঞ্চের সময় আইফোন ১৫ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৯,৯০০ টাকা। এরপর আইফোন ১৬ লঞ্চের পর ফোনটির দাম কমে হয় ৬৯,৯০০ টাকা। তবে অ্যামাজনে আইফোন ১৫ এখন মাত্র ৬১,৩৯০ টাকায় তালিকাভুক্ত। অর্থাৎ লঞ্চের সময়ের থেকে ১৮,৫১০ টাকা কমে এটি আপনার হতে পারে। এর সাথে ২,৭৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার এবং পুরনো ফোন এক্সচেঞ্জ করে আরও ডিসকাউন্ট পাওয়া সম্ভব।

iPhone 15-এর ফিচার ও স্পেসিফিকেশন

আইফোন ১৫ ডিভাইসটি গ্লাস রিয়ার প্যানেল এবং অ্যালুমিনিয়াম ফ্রেম সহ এসেছে। এতে IP68 রেটিং জল প্রতিরোধী রেটিং আছে। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্ল। এই ডিসপ্লে ডলবি ভিশন সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড গ্লাস।

ফটোগ্রাফির জন্য iPhone 15 এর পিছনে ৪৮ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের জন্য এতে A16 বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে।

এদিকে iPhone 16 এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও অ্যামাজনে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এর আসল দাম ৭৯,৯০০ টাকা হলেও বর্তমানে এটি ৭২,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।