৬ জিবি র্যাম সহ সস্তায় বাজারে আসছে Samsung Galaxy A17 5G, উপস্থিত হল Geekbench-এ

Samsung শীঘ্রই তাদের পরবর্তী মিড-রেঞ্জ ৫জি ফোন Galaxy A17 5G লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই ডিভাইসটিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। সম্প্রতি আবার এই স্মার্টফোনকে Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে Samsung Galaxy A17 5G এর প্রসেসর, র্যাম সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। বলার অপেক্ষা রাখে না যে ফোনটি দ্রুত বাজারে এন্ট্রি নেবে।
Samsung Galaxy A17 5G এর Geekbench লিস্টিং
গিকবেঞ্চে Galaxy A17 5G ডিভাইসটি SM-A176B (ভারত ও গ্লোবাল ৫জি ভার্সন) মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এখানে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ৯৪২ এবং মাল্টি-কোরে টেস্টে ২১৩৭ স্কোর করেছে। আর জিপিইউ অর্থাৎ গ্রাফিক্স পারফরম্যান্সে ওপেনসিএল টেস্টে এটি পেয়েছে ১৩১৮ পয়েন্ট।
জানা গেছে, এই হ্যান্ডসেটে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1330 চিপসেট ব্যবহার করা হবে, যার ক্লক স্পিড ২.৪০ গিগাহার্টজ এবং গ্রাফিক্সের জন্য থাকবে ARM Mali G68 জিপিইউ। আর স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলবে। এতে ৬ জিবি র্যাম পাওয়া যাবে।
Samsung Galaxy A17 5G পেয়েছে বিভিন্ন সার্টিফিকেশন সাইটের অনুমোদন
Galaxy A17 5G ফোনটি ইতিমধ্যেই SIRIM, SGS এবং FCC সহ বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে ছাড়পত্র পেয়েছে। এমনকি ক্যারিবিয়ান ও আয়ারল্যান্ডের স্যামসাংয়ের অফিসিয়াল সাইটে এর সাপোর্ট পেজ লাইভ হয়েছে। অর্থাৎ এর আগমনের খুব বেশি দেরি নেই।
ফিচার
জানা গেছে, Galaxy A17 5G ডিভাইসে থাকবে ২জি/৩জি/৪জি/৫জি কানেক্টিভিটি, ওয়াই-ফাই ৫, এনএফসি সাপোর্ট, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS সহ প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। এটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হতে পারে।