১৬৫ কিমি মাইলেজের ইলেকট্রিক বাইকে ২৫ হাজার টাকা ছাড়, এই সুযোগ মিস করবেন না

Ultraviolette পরশুদিন তাদের প্রথম ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করে ভারতে সাড়া ফেলে দিয়েছে। Shockwave নামের এই এন্ডুরো স্টাইলের বাইকটির প্রাথমিক দাম ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছিল। এটি প্রথম ১,০০০ ক্রেতার জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছিল। তবে, ব্র্যান্ডটি এখন পরবর্তী ১,০০০ বুকিং পর্যন্ত প্রারম্ভিক মূল্য বাড়িয়েছে। এর পরে কিনতে খরচ হবে ১.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বিপুল সাড়া পেতেই এই পদক্ষেপ নিয়েছে আল্ট্রাভায়োলেট। শকওয়েভ ২৪ ঘন্টার মধ্যে ১,০০০ বুকিং পেয়েছে বলে জানা গিয়েছে।

Ultraviolette Shockwave: ডিজাইন

আল্ট্রাভায়োলেট শকওয়েভ হল ব্র্যান্ডের প্রথম এন্ডুরো স্টাইলের ইলেকট্রিক মোটরসাইকেল। এটি ডুয়াল স্পোর্ট বাইকের অনুরূপে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ হালকা অফ-রোডিং করার জন্যও উপযুক্ত। সামনের দিকে, উল্লম্বভাবে স্ট্যাক করা এলইডি হেডল্যাম্প রয়েছে। এতে র‍্যালি বাইকের মতো উঁচু হ্যান্ডেলবার ডিজাইন রয়েছে। টেল সেকশন খুব স্লিম। এটি দুটি উপলব্ধ রঙের বিকল্পে উপলব্ধ – কসমিক ব্ল্যাক এবং ফ্রস্ট হোয়াইট।

স্পেসিফিকেশন ও ফিচার্স

১২০ কেজি ওজনের এই ইলেকট্রিক বাইক ফুল চার্জে ১৬৫ কিলোমিটার রেঞ্জ সরবরাহ করবে বলে দাবি করা হয়েছে। এটির বৈদ্যুতিক মোটর ১৪.৫ হর্সপাওয়ার উৎপন্ন করে এবং চাকায় ৫০৫ এনএম টর্ক সরবরাহ কর। আল্ট্রাভায়োলেট শকওয়েভ মাত্র ২.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার/ঘন্টা গতিতে পৌঁছাতে সক্ষম। এবং সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার/ঘন্টা।

চারটি ট্র্যাকশন কন্ট্রোল মোড, সুইচেবল ডুয়াল চ্যানেল এবিএস, ছয়টি লেভেলের রিজেন, সেটিংস পরিবর্তন করার জন্য, ৫ ইঞ্চি টিএফটি ফুল-কালার ডিসপ্লে রয়েছে বাইকটিতে। ব্রেকিং-এর জন্য সামনের দিকে ডুয়াল পিস্টন ক্যালিপার সহ ২৭০ মিমি ডিস্ক এবং পিছনের দিকে সিঙ্গেল পিস্টন ক্যালিপার সহ ২২০ মিমি ডিস্ক ব্রেক বর্তমান। এই ব্রেকগুলি ১৯ ইঞ্চি ফ্রন্ট হুইল এবং ১৭ ইঞ্চি রিয়ার হুইলে লাগানো আছে।