Categories: TV

যেমন সাউন্ড তেমন ডিসপ্লে, Acer ভারতে লঞ্চ করল 76W স্পিকার ও 4K স্ক্রিনের স্মার্ট টিভি

আজ অর্থাৎ ৩১শে আগস্ট Acer তাদের ভারতীয় ফ্যানদের জন্য একটি নতুন টেলিভিশন লাইনআপ লঞ্চ করল। নতুন Acer H Pro সিরিজের অধীনে মোট ৩টি ডিসপ্লে সাইজ মডেল এসেছে, যথা – ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি এবং ৫৩ ইঞ্চি। প্রত্যেকটি বিকল্প 4K রেজোলিউশন এবং একাধিক ডিসপ্লে ফিচার সাপোর্ট করে। এছাড়া মিড-রেঞ্জের এই টিভি লাইনআপে – গুগল অ্যাসিস্টেন্ট, ইন-বিল্ট ক্রোমকাস্ট, ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত ৭৬ ওয়াটের স্পিকার সিস্টেম এবং একাধিক কানেক্টিভিটি পোর্ট পাওয়া যাবে। চলুন এবার Acer H Pro series TV -এর দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন বিশদ দেখে নেওয়া যাক।

ভারতে Acer H Pro series TV এর দাম ও প্রাপ্যতা

ভারতে এসার এইচ প্রো টিভি সিরিজের ৪৩-ইঞ্চি ডিসপ্লে সাইজ মডেলটির দাম ২৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর ৫০-ইঞ্চি এবং ৫৩-ইঞ্চির উচ্চতর ভ্যারিয়েন্ট দুটির মূল্য থাকছে যথাক্রমে ৩৩,৯৯৯ টাকা এবং ৩৯,৯৯৯ টাকা। সেল অফার হিসাবে, HDFC, Kotak Mahindra, Citi ব্যাঙ্কের কার্ড অথবা OneCard কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ক্রেতারা ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে ১,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। আগ্রহীরা আলোচ্য টেলিভিশন সিরিজকে আজ এই মুহূর্ত থেকেই অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে কিনতে পারবেন।

Acer H Pro series TV স্পেসিফিকেশন

এসার এইচ প্রো টিভি সিরিজকে মোট তিনটি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে, যথা – ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি। ‘ক্রিস্টাল ক্লিয়ার’ তথা প্রানবন্ত ইমেজ এবং দুর্দান্ত ভিউইং অভিজ্ঞতা প্রদানের জন্য সিরিজের প্রত্যেকটি মডেল – ৪কে আল্ট্রা এইচডি (৩৮৪০x২১৬০ পিক্সেল) রেজোলিউশনের সাথে এসেছে এবং ১৭৮-ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, HDR 10, HLG এবং ডলবি ভিশন সাপোর্ট করে। এছাড়া সিরিজটি – ৪কে আপস্কেলিং, মোশন এস্টিমেশন মোশন কম্পেনসেশন (MEMC), ডায়নামিক সিগন্যাল ক্যালিব্রেশন, ব্ল্যাক লেভেল অগমেন্টেশন, ওয়াইড কালার গ্যামেট, সুপার ব্রাইটনেস, মাইক্রো-ডিমিং এবং ব্লু লাইট রিডাকশনের মতো ডিসপ্লে ফিচারও অফার করে।

এসার ব্র্যান্ডিংয়ের এই টিভি মডেলগুলি গুগল টিভি (Google TV) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। যে কারণে এগুলিতে – কনটেন্ট রেকমেন্ডেশন, ওয়াচলিস্ট, পার্সোনাল প্রোফাইল, ইন্টিগ্রেটেড গুগল অ্যাসিস্টেন্ট এবং ইন-বিল্ট ক্রোমকাস্ট -এর মতো অ্যাডভান্স বৈশিষ্ট্যের সুবিধা পাওয়া যাবে। আবার টিভি সিরিজটির রিটেল বক্সে একটি ভয়েস-এনাবল স্মার্ট রিমোট সামিল থাকছে, যাতে – নেটফ্লিক্স (Netflix), প্রাইম ভিডিও (Prime Video), ইউটিউব (YouTube), এবং ডিজনি+হটস্টার (Disney+Hotstar) -এর মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি দ্রুততার সাথে অ্যাক্সেস করার জন্য ডেডিকেটেড হটকি আছে।

অডিও বিভাগের কথা বললে, Acer H Pro series TV -তে ডুয়াল এমপ্লিফায়ার, ডুয়াল উফার, ডুয়াল টুইটার এবং ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত ৭৬ ওয়াটের স্পিকার সিস্টেম রয়েছে। আর কানেক্টিভিটির জন্য এতে – ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, টু-ওয়ে ব্লুটুথ, তিনটি এইচডিএমআই পোর্ট, একটি সাপোর্টিভ eARC, ইউএসবি ২.০ এবং ইউএসবি ৩.০ পোর্ট অন্তর্ভুক্ত থাকছে।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

7 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

7 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

9 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

9 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

10 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

11 hours ago