Moto G60s দুর্দান্ত ক্যামেরা ও ডিসপ্লের সাথে লঞ্চ হল, রয়েছে শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি

Motorola একপ্রকার চুপি চুপি আজ Moto G60s স্মার্টফোন লঞ্চ করল। এই ফোনটি গত এপ্রিলে ভারতে আসা Moto G60 এর আপগ্রেড ভার্সন। নতুন এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আবার Moto G60s ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে। এছাড়া এই ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। অর্থাৎ ফোনটি পুরোপুরি ফিচার ঠাসা। আসুন Moto G60s ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Moto G60s এর দাম ও লভ্যতা

মোটো জি৬০এস ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে ২,৪৯৯ বিআরএল, যা প্রায় ৩৫,৭০০ টাকার সমান। আপাতত ফোনটি ব্রাজিলে লঞ্চ হয়েছে। ভারত সহ অন্যান্য মার্কেটে ফোনটি কবে আসবে তা এখনো জানা যায়নি।

Moto G60s এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটো জি৬০এস ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে আছে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) আইপিএস এলসিডি। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২০.৫:৯ এসপেক্ট রেশিও অফার করবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে মালি জি৭৬ এমসি৪ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। মোটো জি৬০এস ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Moto G60s ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (এফ/১.৭ অ্যাপারচার), ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ।

Moto G60s ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এই ফোনে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক। কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে আছে 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ইউএসবি টাইপ সি পোর্ট, ৩.৫মিমি অডিও জ্যাক। এই ফোনে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন রয়েছে। ফোনটির ওজন ২১২ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন