দাম প্রায় 2 কোটি টাকার কাছাকাছি, কেন এই iPhone কিনতে হুড়োহুড়ি ক্রেতাদের

যে iPhone মডেলকে নিলামে তোলা হয়েছে, সেটি কোনো সাধারণ আইফোন নয়। এটি 4 জিবি স্টোরেজের সাথে আসা বিরল একটি মডেল।

2007 সালে প্রথমবার iPhone বাজারে আনে Apple সংস্থাটি। তারপর থেকে এখনো পর্যন্ত iPhone-এর প্রতি মানুষের উন্মাদনা বিন্দুমাত্র কমেনি, বরং প্রতি বছর এর প্রতি আগ্রহ বেড়েই চলেছে। যেকারণে চলতি বছরে Apple হয়ে উঠেছে সব চেয়ে বেশি বিক্রীত স্মার্টফোন কোম্পানি। তবে আজ ফোনের ফিচার বা বিক্রি বেশির কারণে নয়, সংস্থাটি একটি বিরল iPhone নিলামের জন্য খবরের শিরোনামে এসেছে।

যে iPhone মডেলকে নিলামে তোলা হয়েছে, সেটি কোনো সাধারণ আইফোন নয়। এটি 4 জিবি স্টোরেজের সাথে আসা বিরল একটি মডেল। কারণ Apple খুব কম সংখ্যক 4 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের iPhone লঞ্চ করেছিল। আর এই কারণেই বর্তমানে এটি একটি লোভনীয় প্রোডাক্টে পরিণত হয়েছে।

গত বছর, এই একই রকমের একটি আইফোন নিলাম তোলা হয়েছিল, যার দাম উঠেছিল 190,000 ডলার। এরপর একটি 8 জিবি মডেলের মূল্য উঠেছিল 63,000 ডলার। তাই এই 4 জিবি সংস্করণটির দাম স্বাভাবিক ভাবেই আকাশ ছুঁতে চলেছে বলে মনে করা হচ্ছে।

বিরল 4 জিবি আইফোন মডেল সম্ভাব্য দাম

এই বিশেষ আইফোনটি আসল প্যাকেজিং সহ সিল করা এবং অব্যবহৃত অবস্থায় পাওয়া যাবে। গুঞ্জন শুরু হয়েছে যে এই আইফোনের দাম আগের নিলাম গুলির সব রেকর্ড ছাড়িয়ে যাবে এবং এর সম্ভাব্য দাম হবে 200,000 ডলার অর্থাৎ প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকা।