৪২ হাজার টাকার Smart TV মাত্র ১৩৯৯১ টাকায়, Flipkart Sale দিচ্ছে লোভনীয় অফার

দীর্ঘদিন ধরেই চলতি বছরের বাজেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল আপামর মধ্যবিত্ত গোষ্ঠী। কারণ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এবারের বাজেটই ছিল মোদী সরকার ২.০-এর শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে সাধারণ মানুষ আশা করেছিল যে, ভোটের কথা মাথায় রেখেই এবার মধ্যবিত্তের চাহিদা পূরণ করবে কেন্দ্র, এবং কার্যত সেই আশা কিছুটা পূরণও হয়েছে। যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিভিন্ন প্রোডাক্টের উপর শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেছেন, তবে এর পাশাপাশি আগামী দিনে একাধিক জিনিসের দাম কমবে বলেও জানা গিয়েছে, যার মধ্যে অন্যতম হল টিভি।

আসলে এবারের বাজেটে টিভি প্যানেলের বাইরের অংশের সেলের ক্ষেত্রে আমদানি শুল্ক ২.৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন নির্মলা সীতারমন, যার ফলে অদূর ভবিষ্যতে টিভির দাম অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। তবে আপনি যদি এক্ষুনি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে একটি স্মার্ট টিভি ঘরে আনতে আগ্রহী হন, তাহলে এই প্রতিবেদনে রয়েছে বড় সুখবর। আসলে ইদানীংকালে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) সীমিত সময়ের জন্য এমন একটি বাম্পার অফার নিয়ে এসেছে, যার সুবাদে ৪৩ ইঞ্চি স্ক্রিন সাইজের একটি বড়ো স্মার্ট টিভি ক্রেতারা অত্যন্ত কম খরচে কিনতে সক্ষম হবেন।

Flipkart থেকে নামমাত্র খরচে কিনে নিন BeethoSOL 43 inch Full HD LED Smart Android TV

আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে যে স্মার্ট টিভিটির কথা জানাতে চলেছি, সেটির নাম হল বিথোসোল ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি (BeethoSOL 43 inch Full HD LED Smart Android TV (SMTBG43FHDEK)। যদিও ডিভাইসটির আসল দাম ৪১,৯৯০ টাকা, তবে বর্তমানে ফ্লিপকার্ট কর্তৃক প্রদত্ত ৬৬% ছাড়ের সুবাদে উক্ত টিভিটি মাত্র ১৩,৯৯১ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। আবার, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড মারফত পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাকও মিলবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে, কেবলমাত্র অগ্রিম ছাড়ের সুবাদেই চলতি সময়ে ১৪,০০০ টাকার কম খরচে একটি ব্র্যান্ড-নিউ স্মার্ট টিভি কিনে ফেলা যাবে। সেক্ষেত্রে এরকম দুর্দান্ত একটি অফার হাতছাড়া করা যে ইউজারদের জন্য একেবারেই উচিত হবে না, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

BeethoSOL 43 inch Full HD LED Smart Android TV-র ফিচার এবং স্পেসিফিকেশন

৪৩ ইঞ্চি বিথোসোল স্মার্ট টিভিতে ফুল এইচডি (১৯২০×১০৮০ পিক্সেল) রেজোলিউশনের এলইডি ডিসপ্লে রয়েছে। কানেক্টিভিটির কথা বলতে গেলে, উক্ত টিভিটিতে দুটি এইচডিএমআই এবং দুটি ইউএসবি পোর্ট বিদ্যমান। এছাড়া, ডিভাইসটিতে বিল্ট-ইন ওয়াইফাই এবং ব্লুটুথেরও দেখা মিলবে। আবার, নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video), ডিজনি + হটস্টার (Disney+ Hotstar) এবং ইউটিউব (YouTube)-এর মতো জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলির কনটেন্ট এই টিভিটিতে দেখতে সক্ষম হবেন ইউজাররা। অ্যান্ড্রয়েড টিভি অপারেটিং সিস্টেম সহ আসা এই ইলেকট্রনিক গ্যাজেটটিতে গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট থাকায় এতে ভয়েস কমান্ড দেওয়া যাবে। তদুপরি, এতে বিল্ট-ইন ক্রোমকাস্ট সাপোর্ট রয়েছে; অর্থাৎ, ফোন থেকে সরাসরি টিভিতে ভিডিও কনটেন্ট স্ট্রিম করতে পারবেন ব্যবহারকারীরা।