১ লাখ টাকার Smart TV মাত্র ৩১ হাজার টাকায়, অবিশ্বাস্য অফার নিয়ে হাজির Flipkart Big Saving Days Sale

বর্তমান সময়ে প্রায় প্রতিটি ঘরেই জায়গা করে নিয়েছে Smart TV। আর যারা হালফিলে একটি নতুন টিভি কেনার কথা ভাবছেন, তাদের পছন্দের তালিকার শীর্ষেও বিরাজমান থাকছে…

বর্তমান সময়ে প্রায় প্রতিটি ঘরেই জায়গা করে নিয়েছে Smart TV। আর যারা হালফিলে একটি নতুন টিভি কেনার কথা ভাবছেন, তাদের পছন্দের তালিকার শীর্ষেও বিরাজমান থাকছে এই স্মার্ট গ্যাজেটটি। সেক্ষেত্রে চলতি সময়ে আপনি যদি কোনো নামজাদা ব্র্যান্ডের স্মার্ট টিভি অত্যন্ত সস্তায় কিনতে আগ্রহী হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে আগামীকাল থেকে Flipkart-এ শুরু হতে চলেছে Big Saving Days Sale, যার সুবাদে ১ লক্ষ টাকারও বেশি মূল্যের ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি কেনা যাবে মাত্র ৩১,০০০ টাকায়! কি, শুনে নিশ্চয়ই মনে হচ্ছে আমরা কোনো রসিকতা করছি? কিন্তু না, একেবারেই তা নয়। বলে রাখি, ১৬ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত আলোচ্য বিক্রয়পর্বটি চলবে। তবে ই-কমার্স প্ল্যাটফর্মটি ইতিমধ্যেই সেল প্রাইস লাইভ করে দিয়েছে। ফলে যারা হালফিলে অত্যন্ত সস্তায় ঘরে একটি ব্র্যান্ড-নিউ স্মার্ট টিভি আনার পরিকল্পনা করছেন, তারা এখনই Flipkart Big Saving Days Sale-টির ফায়দা ওঠাতে পারবেন।

Flipkart Big Saving Days সেলে মাত্র ৩১,০০০ টাকায় কিনে নিন ১ লক্ষ টাকারও বেশি দামের স্মার্ট টিভি!

এই প্রতিবেদনে আমরা IFFALCON K61-এর ৬৫ ইঞ্চি আল্ট্রা এইচডি 4K এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে উপলব্ধ একটি বাম্পার অফারের কথা আপনাদেরকে জানাতে চলেছি। টিভিটির মডেল নম্বর হল 65K61। ডিভাইসটির আসল দাম ১,০৬,৯৯০ টাকা হলেও বর্তমানে ফ্লিপকার্ট কর্তৃক প্রদত্ত ৫৭ শতাংশ ছাড়ের সুবাদে মাত্র ৪৪,৯৯৯ টাকায় এই টিভিটি কেনা যাবে। অর্থাৎ, ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ সেলে ডিভাইসটি কেনার ক্ষেত্রে ৬১,৯৯১ টাকার বাম্পার ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন ক্রেতারা। তবে এখানেই শেষ নয়, সংস্থা কর্তৃক প্রদত্ত ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারের সহায়তায় টিভিটির দাম আরও খানিকটা কমিয়ে ফেলা যাবে।

আপনাদেরকে জানিয়ে রাখি, আইডিএফসি ফার্স্ট ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশনে ৩,০০০ টাকা ছাড় পেতে সক্ষম হবেন গ্রাহকরা। এছাড়াও, টিভিটিতে ১১,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে। ফলে সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া গেলে টিভিটির দাম কমে দাঁড়াবে মাত্র ৩০,৯৯৯ টাকা (৪৪৯৯৯ টাকা − ১১০০০ টাকা − ৩০০০ টাকা = ৩০,৯৯৯ টাকা)। অর্থাৎ, মূল দামের তুলনায় ৭৫,৯৯১ টাকা কম খরচে টিভিটিকে ঘরে আনতে পারবেন ইউজাররা। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যে ডিভাইসটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। এছাড়া, কেনার আগে গ্রাহকরা যে অঞ্চলে বসবাস করেন, সেখানে এই এক্সচেঞ্জ অফারের সুবিধা উপলব্ধ রয়েছে কি না, সেটা একবার চেক করে নিতে হবে।

IFFALCON K61-এর গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন

IFFALCON-এর এই টিভিতে রয়েছে ৬৫ ইঞ্চি আল্ট্রা এইচডি (4K) ডিসপ্লে, যার রেজোলিউশন ৩৮৪০x২১৬০ পিক্সেল। টিভিটি অ্যান্ড্রয়েড ওএস (Android OS)-এ কাজ করে এবং গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant) ও বিল্ট-ইন ক্রোমকাস্ট (Chromecast) সহ আসে। নেটফ্লিক্স (Netflix), ডিজনি+হটস্টার (Disney+Hotstar) এবং ইউটিউব (YouTube)-এর মতো জনপ্রিয় অ্যাপগুলি এই টিভিতে সাপোর্ট করে। টিভিটি ২৪ ওয়াটের ধামাকাদার সাউন্ড আউটপুট অফার করতে সক্ষম।