Flipkart Offer: অর্ধেকের কম দামে মিলছে ৭০ হাজারি স্মার্ট টিভি, পাবেন বড় স্ক্রিন ও ভালো স্পিকার

উৎসবের মরসুম বলতে গেলে শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে বিভিন্ন ফেস্টিভ সেলের অফারপর্বও। তবে এই মুহূর্তে আপনি যদি কম বাজেটে নতুন স্মার্ট টিভি কিনতে চান, তাহলে কিন্তু টিভির দাম এবং ফিচারের সাথে আপনাকে সমঝোতা করতে হবেনা। সোজা কথায় বললে, কম দামের টিভি কিনলেও আপনি কম ফিচার পাবেননা। কারণ Flipkart Appliance Bonanza Sale এখন ৭০,০০০ টাকার একটি ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি ৩০,০০০ টাকার কমে মানে অর্ধেক দামে কেনার সুযোগ দিচ্ছে, যাতে নানাবিধ আকর্ষণীয় স্পেসিফিকেশন রয়েছে। এর সাথে রয়েছে ব্যাঙ্ক অফার, ইএমআই স্কিমের মত বিকল্পও। নিঃসন্দেহে এ এক ধামাকা অফার!

Flipkart-এর দুর্দান্ত অফার, ৭০,০০০ টাকার টিভি মিলছে ৩০,০০০ টাকার কমে

চলতি ফ্লিপকার্ট অ্যাপ্লায়েন্স বোনাঞ্জা সেলে টিসিএল (TCL)-এর আইএফফ্যালকন কে৬১ (iFFALCON K61) আল্ট্রা এইচডি স্মার্ট টিভিটি ৫৮% ছাড়ে ২৯,৪৯৯ টাকা দামে তালিকাভুক্ত হয়েছে; এর আসল দাম ৭০,৯৯০ টাকা। তবে আগ্রহী ক্রেতারা সিটি ব্যাঙ্ক (Citi Bank)-এর ক্রেডিট বা ডেবিট কার্ডের সাহায্যে সাহায্যে পেমেন্ট করলে এই টিভির দামের ওপর অতিরিক্ত ১,৫০০ টাকা তাৎক্ষণিক ছাড় পাবেন। একইভাবে সিটিব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজাকশন করলে মিলবে ২,০০০ টাকা ছাড়।

TCL iFFALCON K61 স্মার্ট টিভির স্পেসিফিকেশন

আইএফফ্যালকন কে৬১ অ্যান্ড্রয়েড টিভিতে বড় ৫৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা ৪কে (4K) আল্ট্রা এইচডি (৩৮৪০×২১৬০ পিক্সেল) রেজোলিউশনের সাথে আসে। এর পিক ব্রাইটনেস ২৯০ নিটস এবং এতে বিশেষ এআই (AI) পিকচার ইঞ্জিন রয়েছে। এছাড়া এই টিভিটি এইচডিআর ১০, কালারগামুট এবং মাইক্রো ডিমিংয়ের মত ফিচার করবে। অন্যদিকে হার্ডওয়্যার ফ্রন্টে এতে থাকবে অ্যামলজিক ৬৪ বিট এ৫৫এক্স৪ (Amlogic 64bit A55x4) প্রসেসর, যেখানে ইউজাররা ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ পাবেন।

অন্যান্য ফিচারের কথা বললে, এই আইএফফ্যালকন কে৬১ টিভিটিতে ভালো সাউন্ড আউটপুটের জন্য ২৪ ওয়াট আউটপুট বিশিষ্ট দুটি বড় স্পিকার রয়েছে এবং এটি ডলবি অডিও সাপোর্ট করবে। আবার কানেক্টিভিটির জন্য এতে মিলবে তিনটি এইচডিএমআই পোর্ট, একটি ইউএসবি পোর্ট, ওয়াইফাই এবং ব্লুটুথ প্রযুক্তি।