বিনামূল্যে Fire TV 4K, সদ্য লঞ্চ হওয়া Hisense স্মার্ট টিভির সাথে বাম্পার অফার

ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সংস্থা Hisense আসন্ন ফেস্টিভ সিজনের ঠিক আগেই তাদের ভারতীয় গ্রাহক-বেসের জন্য একগুচ্ছ নতুন স্মার্ট টেলিভিশনের সাথে হাজির হয়ে গেল। উক্ত টেক ব্র্যান্ডটি – 4K QLED রেজোলিউশনের ডিসপ্লে সমন্বিত Hisense U7H সিরিজ এবং 4K LED ডিসপ্লে যুক্ত Tornado 2.0 A7H স্মার্ট টিভি এদেশে উন্মোচন করেছে৷ নবাগত লাইনআপের মধ্যে প্রথমটি অর্থাৎ U7H আবার ৫৫-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চি এই ২টি ভিন্ন স্ক্রিন সাইজ সহ এসেছে। এই মডেলটি টিভি উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য এএমডি ফ্রিস্ক্যান প্রিমিয়াম এবং অটো লো লেটেন্সি মোড সমর্থন করে। অন্যদিকে, Tornado 2.0 A7H -এ পাওয়া যাবে ডলবি অ্যাটমস সমর্থ শক্তিশালী সাউন্ড সিস্টেম, ক্রোমকাস্ট এবং অ্যাপল এয়ারপ্লে / হোমকিটের অ্যাক্সেস। আর উভয় মডেলই গুগল টিভি ওএস চালিত ও প্রায় একসমান কানেক্টিভিটি বিকল্প অফার করে। চলুন Hisense U7H series TV ও Tornado 2.0 A7H TV -এর দাম, লভ্যতা এবং বিশেষত্ব সমূহের ব্যাপারে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক…

Hisense U7H series ও Tornado 2.0 A7H TV এর দাম এবং লভ্যতা

হাইসেন্স ইউ৭এইচ সিরিজের অধীনে আসা ৫৫-ইঞ্চি এবং ৬৫-ইঞ্চি ডিসপ্লে মডেলকে যথাক্রমে ৫১,৯৯০ টাকায় ও ৭১,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছে। অন্যদিকে, টর্নেডো ২.০ এ৭এইচ মডেলটি ৪২,৯৯০ টাকার প্রাইস ট্যাগের সাথে এসেছে। উভয় প্রোডাক্টই ই-কমার্স সাইট Flipkart এবং Amazon -এ উপলব্ধ। প্রসঙ্গত, ইউ৭এইচ সিরিজ টিভি ক্রয় করলে অতিরিক্ত আনুষঙ্গিক হিসাবে একটি Fire TV 4K সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। আর হাইসেন্স তাদের এই নয়া মডেলগুলির সাথে সীমিত সময়ের জন্য ৩-বছরের বর্ধিত ওয়ারেন্টি অফার করছে।

Hisense U7H series TVs এর স্পেসিফিকেশন

হাইসেন্স ইউ৭এইচ টিভি সিরিজকে দুটি ডিসপ্লে সাইজে নিয়ে আসা হয়েছে, যথা – ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি। এই ডিসপ্লে – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, কোয়ান্টাম ডট কালার, এইচডিএমআই ২.১, ডলবি ভিশন আইকিউ এবং ফুল অ্যারে লোকাল ডিমিং সমর্থন করে। এই টিভি এএমডি ফ্রিস্ক্যান (AMD FreeSync) প্রিমিয়াম এবং অটো লো লেটেন্সি মোড সহ এসেছে, যা চমৎকার গেমিং অভিজ্ঞতা ও কুইক রেস্পন্স টাইম প্রদান করে।

Hisense U7H series TV গুগল টিভি অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এটি অ্যালেক্সা এবং গুগল ভয়েস অ্যাসিস্টেন্টের মতো স্মার্ট ফিচারের সাথে এসেছে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে, আলোচ্য মডেলে ডলবি অ্যাটমস সমর্থিত সাউন্ড সিস্টেম আছে। এই সিরিজের দুটি মডেলই ব্লুটুথ ৬.১, ওয়াই-ফাই কানেক্টিভিটি অফার করে। আর কনটেন্ট সংরক্ষণের জন্য এতে ৩ জিবি র‍্যাম ও ৮ জিবি রম পাওয়া যাবে৷

Hisense Tornado 2.0 A7H TV এর স্পেসিফিকেশন

অন্যদিকে, হাইসেন্স টর্নেডো ২.০ এ৭এইচ টিভিতে ডলবি ভিশন সমর্থিত একটি ৪কে (4K) রেজোলিউশনের LED ডিসপ্লে প্যানেল রয়েছে। এটি ১০২ ওয়াটের পাওয়ার আউটপুট এবং ৬-স্পিকার যুক্ত শক্তিশালী সাউন্ড সিস্টেম সহ এসেছে। পূর্ববর্তী ইউ৭এইচ মডেলের মতো, এটিও গুগল টিভি ওএস চালিত এবং ক্রোমকাস্ট সাপোর্ট করে। পাশাপাশি, ডলবি অ্যাটমস এবং অ্যাপল এয়ারপ্লে / হোমকিট -ও অফার করে এই টিভি মডেলে। টর্নেডো ২.০ টিভিতে ইউ৭এইচ -এর অনুরূপ কানেক্টিভিটি অপশন উপস্থিত, শুধু ব্লুটুথ ভার্সন বাদে। অর্থাৎ এটি ব্লুটুথ ৫.০ অফার করে। টিভিটি ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।