Television: টিভিতে এই সেটিং থাকলে এক্ষুনি বন্ধ করুন, ফাঁস হচ্ছে তথ্য

স্মার্টফোন, অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজারদের ওপর গুপ্তচরবৃত্তি চালানোর বিষয়টি এখন খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে ট্র্যাকিং, হ্যাকিং ইত্যাদি নানা অযাচিত ঘটনা থেকে বারবার সাধারণ মানুষকে সাবধান করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, সময়ের সাথে ‘স্মার্ট’ হওয়া টিভি থেকেও কি এই একই বিপদ হওয়ার সম্ভাবনা আছে? আসলে আমরা স্মার্টফোন সম্পর্কে যেটুকু সচেতন থাকি, টিভির ক্ষেত্রে ততটাও সতর্ক নই। হ্যাঁ, প্রায় এক দশক আগে আমাদের বাড়িতে যে বড়-ভারী টিভি থাকত, বর্তমানে তার ডিজাইন এবং ফিচারে পরিবর্তন এসেছে। এগুলিতে ইন্টারনেট কানেকশন ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করার সুবিধা মিলছে। তবুও টিভির গ্রহণযোগ্যতা আমাদের কাছে সেই একইরকম আছে। এটি থেকে যে কোনো নিরাপত্তাগত ঝুঁকি থাকতে পারে সেই বিষয়ে আমাদের তেমন ভাবনা থাকেনা। সেক্ষেত্রে ঘরের টিভিটি যদি আপনার এবং পরিবারের তথ্য সংগ্রহ করে তাহলে কী হবে?

আপনার টিভি কি আপনার ডেটা সংগ্রহ করছে? 

যেহেতু আপনি এখন ডিজিটাল বিশ্বে বাস করছেন, তাই ট্র্যাকিং এড়ানো খুব কঠিন। এক্ষেত্রে কখনও কখনও টিভির মাধ্যমেও ইউজারদের ডেটা সংগ্রহ করা হয়। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে, এই ডেটা সংগ্রহ করে কেউ কী করতে পারে। এই প্রসঙ্গে বলি, ইউজার ডেটা নিয়ে কোম্পানিগুলি বিভিন্ন উপায়ে তা ব্যবহার করে – কখনও স্ক্রিনে আসা বিজ্ঞাপনে কখনো অ্যাপ বা শো-এর রেকমেন্ডেশনে। আর এভাবে কোম্পানিগুলি টাকা উপার্জন করে।

আসলে, টিভিতে এসিআর (ACR) বা অটো কন্টেন্ট রেকগনাইজেশন নামে একটি অপশন থাকে যা কোম্পানিগুলিকে এই সমস্ত কিছুতে সাহায্য করে। এটি আপনার টিভিতে আসা প্রতিটি বিজ্ঞাপন, টিভি শো বা চলচ্চিত্র শনাক্ত করে। এমনকি এই অপশনটি স্ট্রিমিং বক্স, কেবল, ওটিটি (OTT) এবং ডিভিডি (DVD)-র বিবরণও ট্র্যাক করতে সক্ষম। এও একপ্রকার গুপ্তচরবৃত্তি!

সেক্ষেত্রে আপনি যদি এই বিষয়টি এড়াতে চান, তাহলে আপনাকে এসিআর সেটিংস বন্ধ করতে হবে। এখানে ব্র্যান্ড নির্বিশেষে আপনি বিভিন্ন টিভিতে নির্দিষ্ট অপশন পাবেন। অন্যদিকে, আপনি যদি কোনো নতুন টিভি সেট আপ করেন সেক্ষেত্রে আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনেই (Terms & Conditions) এসিআর বন্ধ করার সুবিধা পাবেন।