অর্ধেক দামে পাওয়া যাচ্ছে LG 32 Inch Smart TV, এখান থেকে করুন অর্ডার

আসন্ন দীপাবলি উপলক্ষে অনেকেই তাদের ঘরের অন্দরকে নতুন আসবারপত্র ও ইলেক্ট্রনিক্স গ্যাজেটের সাথে সাজিয়ে তুলছে। এক্ষেত্রে আপনিও যদি বিদ্যমান পুরোনো বোকাবাক্সকে আপগ্রেড করে একটি নতুন স্মার্ট টেলিভিশন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই প্রতিবেদন আপনার জন্যই। কেননা আজ আমরা দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক ব্র্যান্ড LG আনীত এমন একটি স্মার্ট টিভির খোঁজ দেব, যেটিকে ই-কমার্স সাইট Amazon থেকে ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার সহ অর্ধেকেরও কম দামে বাড়ি নিয়ে আসতে পারবেন। আলোচ্য টিভিটি ৩২-ইঞ্চির ডিসপ্লে প্যানেল, দুর্দান্ত সাউন্ড সিস্টেম ও বিভিন্ন ওটিটি অ্যাপের অ্যাক্সেস সহ এসেছে।

Amazon থেকে LG 32 Inch HD Ready Smart LED TV কিনুন অর্ধেকেরও কম দামে

32LM563BPTC মডেল নম্বর সহ অ্যামাজনে তালিকাভুক্ত LG 80 cm (32 inches) HD Ready Smart LED TV -এর এমআরপি (MRP) ২১,৯৯০ টাকা। কিন্তু আপনি সীমিত সময়ের জন্য আলোচ্য মডেলটিকে ৪১% ডিসকাউন্টের সাথে মাত্র ১২,৯৮০ টাকার বিনিময়ে কিনে নিতে পারবেন।

ব্যাঙ্ক অফারের কথা বললে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে নন-ইএমআই ট্রানজ্যাকশন করলে ১,২৫০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার আপনি ইএমআই ট্রানজ্যাকশনেরও বিকল্পও পেয়ে যাবেন, তবে এতে কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে না। অন্যদিকে, পুরোনো টেলিভিশনের পরিবর্তে এই স্মার্ট টিভিটি কিনলে ২,৮২০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। এটি ডার্ক আয়রন গ্রে কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ।

LG 32 Inch HD Ready Smart LED TV -এর স্পেসিফিকেশন

এলজি সংস্থার এই স্মার্ট টিভিতে একটি ৩২-ইঞ্চির এইচডি রেডি ডিসপ্লে আছে, যা ৭২০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে, এতে ১০ ওয়াটের আউটপুট যুক্ত ডুয়েল স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে, যা দুর্দান্ত সাউন্ড সরবরাহ করতে সক্ষম। উক্ত মডেলটি ওয়েব ওএস (Web OS) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। যার কারণে আপনি এই স্মার্ট টিভিতে যেকোনো অ্যাপ ইন্সটল ও রান করতে পারবেন। এছাড়া, Netflix, Amazon Prime, Disney + Hotstar এবং Voot -এর মতো একাধিক ওটিটি অ্যাপও অ্যাক্সেস করা যাবে এই এলজি টেলিভিশনে।

প্রসঙ্গত, সংস্থার পক্ষ থেকে LG 32 Inch HD Ready Smart LED TV -এর সাথে ১ বছরের ওয়ারেন্টি, ১টি টেবিল টপ স্ট্যান্ড এবং ১টি ইউজার ম্যানুয়াল দেওয়া হচ্ছে। সর্বোপরি এই মডেলটির অর্ডারকারীরা বাড়িতে বিনামূল্যে ইনস্টলেশন পরিষেবা পেয়ে যাবেন।