LG OLED Flex TV LX3: বাঁকানো যাবে ডিসপ্লে, বিস্ময়কর টিভি এনে তাক লাগালো এলজি

আজ অর্থাৎ ১লা সেপ্টেম্বর ‘বেন্ডাবল’ বা নমনীয় ডিসপ্লে সহযোগে আত্মপ্রকাশ করলো LG OLED Flex TV LX3 টেলিভিশন। এই নতুন ডিভাইসটিকে ইউরোপের সবচেয়ে বড় টেক ট্রেড শো ‘Internationale Funkausstellung’ বা IFA 2022 চলাকালীন দেখানো হবে। LG আনীত এই নতুন টেলিভিশনটিতে একটি ৪২-ইঞ্চির 4K রেজোলিউশনের ডিসপ্লে প্যানেল আছে, যা বেন্ড বা বাঁকানো যায়। তাই এই টিভিটিকে ফ্ল্যাট ডিসপ্লে সহযোগে কম্পিউটার মনিটর হিসাবে যেমন ব্যবহার করা সম্ভব, তেমনি প্যানেলটিকে কার্ভড বা বেঁকানোর মাধ্যমে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা লাভ করা যাবে। এক্ষেত্রে এই ফ্ল্যাক্সিবল প্যানেলটি সর্বাধিক ৯০০আর পর্যন্ত বক্রতা (curvature) অফার করবে। ছাড়াও এতে ডলবি অ্যাটমস সমর্থিত একটি ফ্রন্ট-ফায়ারিং স্পিকার সিস্টেম সমেত আরো নানাবিধ উল্লেখযোগ্য ফিচার আছে। চলুন নতুন LG OLED Flex TV LX3 টেলিভিশনের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংস্থাটি এখনও তাদের লেটেস্ট টেলিভিশন LG OLED Flex TV LX3 -এর দাম এবং প্রাপ্যতার বিশদ ঘোষণা করেনি। তবে এটিকে আগামীকাল অর্থাৎ ২রা সেপ্টেম্বর থেকে ৬ই সেপ্টেম্বরের মধ্যে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হতে চলা IFA 2022 ট্রেড শো চলাকালীন প্রদর্শন করা হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, এই নতুন টেলিভিশনটি Corsair Xeneon Flex OLED ৪৫-ইঞ্চি বেন্ডাবল মনিটরের মতো প্রায় একই রকম ফিচারের সাথে এসেছে, যেটিকে LG ডিসপ্লের সহযোগিতায় ডিজাইন ও ডেভলপ করা হয়েছে।

LG OLED Flex TV LX3 স্পেসিফিকেশন ও ফিচার

এলজি ওএলইডি ফ্লেক্স টিভি এলএক্স৩ টেলিভিশনে একটি ৪২-ইঞ্চির বেন্ডাবল ডিসপ্লে রয়েছে, যা ৪কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করে। আবার এই ডিসপ্লের সর্বাধিক বক্রতা (curvature) ৯০০আর। এক্ষেত্রে রিমোট ব্যবহার করে দুটি প্রিসেটের একটিতে স্বয়ংক্রিয়ভাবে বক্রতা সামঞ্জস্য করা যেতে পারে। তবে ব্যবহারকারীরা স্ক্রীনটিকে ম্যানুয়ালিও ৫% পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন, যা ২০টি বিভিন্ন স্তরের বক্রতা তৈরি করতে সাহায্য করবে। আবার উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য টেলিভিশনটি ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, অটো লো-লেটেন্সি মোড, জি-স্ক্যান এবং এএমডি ফ্রি-স্ক্যান ফিচারের সাথে এসেছে।

নবাগত LG OLED Flex TV -কে বর্তমান প্রজন্মের কনসোল সহ স্ট্যান্ডার্ড কনটেন্ট দেখা বা গেমিংয়ের জন্য একটি টেলিভিশন হিসাবে ব্যবহার করা যেতে পারে। এমনকি ডিসপ্লে ফ্লাট বা কার্ভড করার মাধ্যমে এটিকে পিসি মনিটর হিসাবেও ব্যবহার করা সম্ভব। এলজি আনীত এই লেটেস্ট টিভি মডেলটি এলজি আলফা ৯ জেন ৫ প্রসেসর দ্বারা চালিত। আর এতে সাউন্ডের জন্য ডলবি অ্যাটমস সমর্থিত একটি ফ্রন্ট-ফায়ারিং স্পিকার সিস্টেম রয়েছে, যা ৪০ ওয়াট আউটপুট অফার করে।