- Home
- »
- টেলিভিশন »
- ৬ হাজার টাকার কমে এইচডি রেডি Smart TV,...
৬ হাজার টাকার কমে এইচডি রেডি Smart TV, ফ্লাট ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে লোভনীয় অফার
স্মার্ট টিভির কারণে এখন পছন্দের কনটেন্ট দেখার জন্য কেবল বা স্যাটেলাইট টিভি কানেক্টিভিটির প্রয়োজন হয় না। এই কারণে এই...স্মার্ট টিভির কারণে এখন পছন্দের কনটেন্ট দেখার জন্য কেবল বা স্যাটেলাইট টিভি কানেক্টিভিটির প্রয়োজন হয় না। এই কারণে এই মুহূর্তে আপনি যদি বাজেটের মধ্যে স্মার্ট টিভি খোঁজ করে থাকেন তাহলে সুখবর। কারণ অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এখন ৬,০০০ টাকার রেঞ্জে একটি স্মার্ট টিভি কেনার সুযোগ দিচ্ছে।
আর এই টিভির নাম কোডাক এইচডি রেডি স্মার্ট টিভি। বড় ডিসপ্লে ছাড়াও এতে রয়েছে ২০ ওয়াট ক্ষমতার দুর্দান্ত স্পিকার। এর সাথে এখন ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারের সুবিধা পাওয়া যাচ্ছে। চলুন এই টিভির দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
কোডাক টিভার দাম ও অফার
কোডাক এইচডি রেডি এলইডি স্মার্ট টিভি ২০২৪ স্মার্ট টিভি ফ্লিপকার্টে ৬,৩৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। আবার নির্বাচিত ব্যাঙ্ক কার্ডধারীদের অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে, এর পরে টিভির দাম কমে ৬০০০ টাকা হবে। এছাড়াও এই টিভির সাথে ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
কোডাক স্মার্ট টিভির ফিচার
এই স্মার্ট টিভিতে আছে ২৪ ইঞ্চি ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, যা ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল এবং হাই ব্রাইটনেস সাপোর্ট করে। এই টিভিতে প্রাইম ভিডিও এবং ইউটিউবের মতো ওটিটি অ্যাপের অ্যাক্সেস রয়েছে। টিভিটি মিরাকাস্ট এবং ওয়াইফাই থেকে ব্লুটুথ, ইউএসবি এবং এইচডিএমআই পোর্ট এর মতো কানেক্টিভিটি অপশনের সাথে এসেছে।