IPL 2024: আজও নেই স্কাই, প্রথম জয়ের লক্ষ্যে আজ মুখোমুখি হবে MI-SRH, একাদশ কেমন হবে দুই দলের?

আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষেও চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব একাদশে উপস্থিত থাকবেন না।

আইপিএলে (IPL 2024) এখন দলগুলির কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আজ এই টুর্নামেন্টের অষ্টম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের (Sunrisers Haydrabad vs Mumbai Indians match) মুখোমুখি হবে। এই বছর আইপিএলে দুই দলই তাদের প্রথম ম্যাচে অল্পের জন্য হারের সম্মুখীন হয়েছে। আজ জয় তুলে নিয়ে লিগ টেবিলে কোন দল এগিয়ে যায় এখন সেটাই দেখার। এবার দেখে নেওয়া যাক মুম্বাই এবং হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ এবং ম্যাচের পিচ রিপোর্ট।

এই বছর মুম্বাই তাদের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামে। তবে তারা এই ম্যাচে ৬ রানে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। এর সঙ্গেই প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মধ্যে মনোমালিন্যের জন্য মুম্বাইকে বারবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে। ফলে হার্দিক আজকের ম্যাচে দলকে জয় এনে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উল্লেখ্য হায়দ্রাবাদের বিপক্ষেও চোটের কারণে সূর্যকুমার যাদব একাদশে উপস্থিত থাকবেন না।

অন্যদিকে অন্যতম সফল অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এই বছর সানরাইজার্স হায়দ্রাবাদকে নেতৃত্ব দিচ্ছেন। তবে এই দলটিও প্রথম ম্যাচে কলকাতার নাইট রাইডার্সের কাছে মাত্র ৪ রানে হারের সম্মুখীন হয়। হায়দ্রাবাদের হয়ে একমাত্র হেনরিখ ক্লাসেন বিধ্বংসী ফর্মে ছিলেন। ফলে আজ ঘরের মাঠে প্রথম ম্যাচে প্যান্ট কামিন্স এই টুর্নামেন্টের প্রথম জয় নিশ্চিত করতে চাইছেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি আজ সন্ধ্যা ৭:৩০ থেকে হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ (Sunrisers Haydrabad predicted XI) :

মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (wk), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, ফজলহক ফারুকী, প্যাট কামিন্স (c), ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, টি নটরাজন

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ (Mumbai Indians predicted XI) :

রোহিত শর্মা, ঈশান কিষাণ (wk), তিলক বর্মা, নমন ধির, হার্দিক পান্ডিয়া (c), টিম ডেভিড, শামস মুলানি, পীযূষ চাওলা, জেরাল্ড কোয়েটজি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ নবী

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের পিচ রিপোর্ট (Sunrisers Haydrabad vs Mumbai Indians match pitch report) :

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের জন্য যথেষ্ট ভালো। বল ব্যাটে সুন্দরভাবে আশায় এখানে ব্যাটিং করতে ক্রিকেটাররা পছন্দ করেন। তবে এই পিচ বোলারদেরও সাহায্য করবে। যার ফলে পেসাররা কিছুটা প্রাথমিক সুইং এবং স্পিনাররা কিছুটা টার্ন পেতে পারেন। উল্লেখ্য সানরাইজার্স হায়দ্রাবাদ এই মাঠে ২০১৯ সালে ২ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করেছিল এবং এটাই আইপিএলের ইতিহাসে এই দলের সর্বোচ্চ রান। তবে এই মাঠে রান তাড়া করে জেতা দলের সর্বোচ্চ রান হল ১৬০।