চড়াই উতরাই রাস্তাও অতিক্রম করবে অনায়াসে, Ducati Scrambler Desert Sled Fasthouse ভারতে লঞ্চ হল

বরাবরই অফ-রোড কিং হিসেবে পরিচিত Ducati Scrambler Desert Sled। এবার এর লিমিটেড এডিশন মডেল নিয়ে ভারতে হাজির হয়েছে ডুকাটি। নাম দেওয়া হয়েছে Scrambler Desert Sled Fasthouse। বিশ্বজুড়ে এই মোটরসাইকেলের মাত্র আটশো ইউনিট পাওয়া যাবে। এতএব, কতটা স্পেশ্যাল নিশ্চয় বুঝতে পারছেন।

Scrambler Desert Sled Fasthouse-এর দাম ভারতে ধার্য করা হয়েছে ১০ লক্ষ ৯৯ হাজার টাকা। ইতালির আইকনিক বাইক প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ডুকাটি স্ক্র্যামব্লার এবং লাইফস্টাইল ব্র্যান্ড ফাস্টহাউসের কোলাবোরেশন উদযাপিত করতেই স্পেশ্যাল এডিশন মোটরসাইকেল আনা হয়েছে৷ যারা অফ-রোডে বাইক চালাতে ভালবাসেন, তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই এটি ডিজাইন করা।

Ducati Scrambler Desert Sled Fasthouse-এ একটি বিশেষ কালার স্কিম প্রয়োগ করা হয়েছে। বেস পেইন্ট হিসেবে রয়েছে ব্ল্যাক এবং গ্রে। ফুয়েল ট্যাঙ্কের উপরে জিওমেট্রিক ডিজাইনের সাথে ডুকাটি ও ফাস্টহাউসের লোগো দেখা যাবে। বিশ্বজুড়ে মাত্র ৮০০টি মডেল পাওয়া যাবে বলে একটি অ্যালুমিনিয়াম প্লেটে লেখা আছে বাইকটির প্রোডাকশন ইউনিটের নম্বর।

স্টাইলিং রিভিশন ছাড়া Ducati Scrambler Desert Sled Fasthouse বাইকে কোনওপ্রকার পরিবর্তন করা হয়নি। বাইকটি ৮০৩ সিসি-র এল-টুইন সিলিন্ডার, টু-ভালভ ইঞ্জিনে চলে, যা ৭৩ বিএইচপি শক্তি ও ৬৬.২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে সিক্স-স্পিড গিয়ারবক্সের সাথে সার্ভো-অ্যাসিস্টেড স্লিপার ক্ল্যাচ রয়েছে।