Redmi Smart TV A70: ৭০ ইঞ্চি স্ক্রিনের সাথে রেডমি লঞ্চ করল নয়া স্মার্ট টিভি, দাম দেখে নিন

Xiaomi সম্প্রতি তাদের হোম মার্কেটে সাব-ব্র্যান্ড Redmi -এর অধীনে একটি নতুন স্মার্ট টেলিভিশন লঞ্চ করলো। নবাগত এই নতুন মডেলটির নাম রাখা হয়েছে Redmi smart TV A70। আর বিশেষত্বের কথা বললে, আলোচ্য টিভিতে ৬০ হার্টজ রিফ্রেশ সহ একটি ৭০-ইঞ্চির বিশাল বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। পাশাপাশি এতে – কোয়াড কোর প্রসেসর, ৮ জিবি রম, ১০ ওয়াটের দুটি হাই-পাওয়ার স্পিকার সিস্টেম এবং একাধিক কানেক্টিভিটি পোর্ট বিদ্যমান। এছাড়া, উক্ত মডেলটি মেইনস্ট্রিম স্ক্রিন প্রজেকশন প্রোটোকল কভার করে এবং একাধিক মুভি তথা টিভি অ্যাপ প্রি-ইনস্টল থাকছে এতে। চলুন Redmi smart TV A70 -এর দাম এবং যাবতীয় স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রেডমি স্মার্ট টিভি এ৭০ -এর স্পেসিফিকেশন (Redmi Smart TV A70 Specifications)

রেডমি স্মার্ট টিভি এ৭০ মডেলে একটি বিশাল ৭০-ইঞ্চির (৩৮৪০x২১৫৬০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল আছে, যা ৯৬% স্ক্রিন-টু-বডি রেশিও, ৭৮% DCI-P3 কালার গ্যামেট, ১ বিলিয়ন প্রাইমারি কালার এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর এতে একটি ডাইরেক্ট ব্যাকলাইট আছে। অন্যদিকে, উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য উক্ত টেলিভিশনে কোয়াড-কোর এ৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ১.৫ জিবি র‍্যাম এবং ৮ জিবি অনবোর্ড ফ্ল্যাশ মেমরি পাওয়া যাবে। ডিভাইসটি এয়ার ডাক্ট ডিজাইন সহ এসেছে।

অন্যান্য বিশেষত্বের কথা বললে, রেডমি ব্র্যান্ডিংয়ের অধীনে আসা এই নয়া টেলিভিশনটি স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে এবং ক্যামেরা ইমেজ দেখতে সক্ষম। এতে – কিভি টিভি, অরোরা টিভি, ম্যাঙ্গো টিভির মতো একাধিক মুভি এবং টিভি অ্যাপ্লিকেশন প্রি-ইনস্টল করা আছে। তবে এই পরিষেবা অ্যাক্সেস করার জন্য ইউজারদের সাবস্ক্রিপশন নিতে হবে৷ তদুপরি, এই মডেলটি মেইনস্ট্রিম স্ক্রিন প্রজেকশন প্রোটোকল কভার করে। যার দরুন এটি – অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ফোন স্ক্রিন প্রজেকশন এবং উইন্ডোজ ও ম্যাক নোটবুক স্ক্রিন প্রজেকশন সমর্থন করে।

Redmi smart TV A70, ২.৪জি ওয়াই-ফাই এবং ইনফ্রারেড সমর্থন সহ এসেছে। আবার কানেক্টিভিটির জন্য এতে – দুটি ইউএসবি পোর্ট, দুটি এইচডিএমআই ইন্টারফেস, একটি অ্যান্টেনা, S/PDIF, AV ইনপুট এবং একটি নেটওয়ার্ক পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। আবার অডিও ফ্রন্টের ক্ষেত্রে, উক্ত টিভিতে ১০ ওয়াটের দুটি হাই-পাওয়ার স্পিকার বিদ্যমান, যা জোরালো তথা ভিভিড সাউন্ড কোয়ালিটি অফার করে।

প্রসঙ্গত, শাওমি তাদের সাব-ব্র্যান্ডের অধীনে আগত এই স্মার্ট টিভিকে একটি ‘ডিউরেবল’ বা টেকসই ডিভাইস হিসেবে অখ্যায়িত করেছে। এক্ষেত্রে সম্প্রতি প্রকাশিত ডেটা অনুসারে, টিভিটি ৩০০টিরও বেশি মেশিন টেস্টে উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে – বেশ কয়েকবার সম্পূর্ণ ডিভাইসের আপরাইট ড্রপ, ১২,০০০+ ইন্টারফেস প্লাগ-ইন/আউট পরীক্ষা এবং -২৫°C এবং -৬০°C এর মধ্যে সিমুলেটেড ইনডোর ও আউটডোর টেম্পারেচার ডিফারেন্স টেস্ট অন্তর্ভুক্ত ছিল।

রেডমি স্মার্ট টিভি এ৭০ -এর দাম (Redmi Smart TV A70 Price)

রেডমি স্মার্ট টিভি এ৭০ টেলিভিশনের দাম চীনে ২,১৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ২৫,১০০ টাকা) ধার্য করা হয়েছে। এটিকে আনুষ্ঠানিকভাবে আগামী ৩১শে অক্টোবর থেকে বিক্রির জন্য উপলব্ধ করা হবে। তবে ভারত সহ বিশ্ববাজারে এটি কতদিনে লঞ্চের মুখ দেখবে সেই তথ্য এখনো অপ্রকাশিত।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

58 mins ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

59 mins ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

2 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

4 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

5 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

5 hours ago