Categories: TV

সাউন্ডবার সম্পূর্ণ ফ্রি, Samsung 2023 Neo QLED 8K 4K TV ভারতে লঞ্চ হল, দাম দেখে নিন

Samsung আজ অর্থাৎ ৪ঠা মে ভারতে নতুন প্রজন্মের Neo QLED TV লঞ্চ করল, যার অধীনে 8K এবং 4K রেজোলিউশন সমর্থিত ২টি ভ্যারিয়েন্ট এসেছে। নবাগত মডেলগুলিকে ৫০-ইঞ্চি থেকে ৯৮-ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাইজের সাথে পাওয়া যাবে। দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্টটির দাবি অনুসারে, তাদের এই নয়া টিভি মডেলগুলি ‘কোয়ান্টাম ম্যাট্রিক্স’ প্রযুক্তি ব্যবহার করে স্ক্রিনে প্রদর্শিত কন্টেন্টের গুণমান আরো উন্নীত করবে। আবার মডেলগুলি অ্যাডভান্স নিউরাল কোয়ান্টাম প্রসেসর সহ আসায়, ত্রিমাত্রিক বা থ্রী-ডাইমেনশনাল ইমেজের ক্ষেত্রে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি’ (AI) আপস্কেলিং সমর্থন করবে। এছাড়া টিভিগুলি একাধিক গেমিং ফিচার এবং দুর্দান্ত অডিও বিভাগের সাথে এসেছে। চলুন নতুন Samsung 2023 Neo QLED TV গুলির দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Samsung 2023 Neo QLED TVs -এর দাম ও লভ্যতা

ভারতের বাজারে, স্যামসাং নিও কিউএলইডি ৮কে টিভিকে একাধিক ডিসপ্লে সাইজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এগুলি হল QN990C (৯৮-ইঞ্চি), QN900C (৮৫-ইঞ্চি), QN800C (৭৫, ৬৫-ইঞ্চি), এবং QN700C (৬৫-ইঞ্চি) মডেল। এদের প্রারম্ভিক মূল্য ৩,১৪,৯৯০ টাকা রাখা হয়েছে৷

অন্যদিকে Samsung Neo QLED 4K টিভিগুলির বিবিধ ডিসপ্লে সাইজ বিকল্পের মডেল নম্বরগুলি হল – QN95C (৬৫, ৫৫-ইঞ্চি), QN90C (৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০-ইঞ্চি), QN85C (৬৫, ৫৫-ইঞ্চি)। এদেশে উল্লেখিত ৪কে মডেলগুলির দাম শুরু হচ্ছে ১,৪১,৯৯০ টাকা থেকে।

লভ্যতার কথা বললে, স্যামসাংয়ের এই নয়া স্মার্ট টিভিগুলি সংস্থার যাবতীয় রিটেল স্টোর, স্যামসাংয়ের নিজেস্ব অফিসিয়াল অনলাইন স্টোর ‘স্যামসাং শপ’ এবং দেশের সমস্ত শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স স্টোর সহ অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে কেনা যাবে।

লঞ্চ অফার হিসাবে, আগামী ২৫শে মে পর্যন্ত নির্বাচিত Neo QLED 8K টিভির সাথে গ্রাহকেরা ৯৯,৯৯০ টাকা মূল্যের Samsung Soundbar HW-Q800 সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। আবার Neo QLED 4K টিভি মডেলগুলির সাথে বিনামূল্যে একটি Samsung Soundbar HW-Q990 অডিও সিস্টেম দেওয়া হবে, যার আসল দাম ৪৪,৯৯০ টাকা।

Samsung 2023 Neo QLED TVs স্পেসিফিকেশন

স্যামসাং নিও কিউএলইডি ৮কে (8K) এবং ৪কে (4K) উভয় মডেলই ২,০৩০টি কালার এবং ১১০টি স্কিন টোন শেড সহ প্যানটোন ভ্যালিডেশন অফার করে। অডিও বিভাগের ক্ষেত্রে, ডিভাইসগুলি সারাউন্ড সাউন্ড অভিজ্ঞতা প্রদানের জন্য কিউ সিম্ফনি ৩.০ (Q Symphony 3.0) প্রযুক্তি সমর্থন করে। পাশাপাশি অ্যাকশন-ট্র্যাকিং সাউন্ড ফিচার সমন্বিত ‘অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড প্রো’ প্রযুক্তির মাধ্যমে ঘরের প্রতিটি কোণা থেকে একসমান সাউন্ড ফ্রিকুয়েন্সি অনুভব করতে পারবেন ইউজাররা।

নবাগত এই টেলিভিশন মডেলগুলি স্যামসাংয়ের নিজস্ব তথা নতুন ‘কনক্স ভল্ট হার্ডওয়্যার চিপ’ (Knox Vault) সহ এসেছে, যা সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করে এবং সংযুক্ত ডিভাইস থেকে সমস্ত তথ্য এনক্রিপ্টেড অবস্থায় স্থানান্তর করতে সক্ষম৷ তদুপরি, নিও কিউএলইডি লাইনআপের এই লেটেস্ট টিভিগুলিতে বিল্ট-ইন IoT সেন্সর এবং থার্ড পার্টি ডিভাইস কানেক্টিভিটি বিকল্প বিদ্যমান।

গেমারদের জানিয়ে রাখি, ৮কে রেজোলিউশন সমর্থিত মডেলগুলি ন্যূনতম ল্যাগ সহ হাই-স্পিড গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য ‘মোশন এক্সসেলেরেটর টার্বো প্রো’ (Motion Xcelerator Turbo Pro) ফিচারের সাথে এসেছে। এছাড়া এতে ‘সুপার আল্ট্রাওয়াইড গেমভিউ’ ফিচারের সুবিধাও পাবেন ইউজাররা, যা ১৬:৯, ২১:৯ এবং ৩২:৯ এসপেক্ট রেশিও -তে কনটেন্ট দেখতে দেবে৷

Subhadip Dasgupta

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

3 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago