Samsung লঞ্চ করল 98 ইঞ্চি Smart TV, অর্ডার করলেই বিনামূল্যে পাবেন স্মার্টফোন বা সাউন্ডবার

Samsung 98-Inch Q80Z TV কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আজ থেকেই প্রি-অর্ডারের জন্য উপলব্ধ

Samsung আজ অর্থাৎ ২২শে মে একটি নতুন স্মার্ট টিভি লঞ্চ করল, যার নাম 98-inch Q80Z TV। এই স্মার্ট টিভিটি আজ থেকেই প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং লঞ্চ অফারের অধীনে পছন্দসই প্রিমিয়াম প্রোডাক্টকে এর সাথে বিনামূল্যে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। চলুন Samsung 98-inch Q80Z TV -এর লঞ্চ অফার, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Samsung 98-Inch Q80Z TV -এর স্পেসিফিকেশন

স্যামসাংয়ের এই লেটেস্ট টেলিভিশন মডেলটি ৯৮-ইঞ্চি ডিসপ্লে স্ক্রিনের সাথে এসেছে। এটি হল সংস্থার সবথেকে বড় আকারের QLED টিভি। আর এতে পূর্বসূরি মডেলগুলির তুলনায় অধিক উন্নত ফিচার আছে। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য একটি হল – নতুন কোয়ান্টাম ম্যাট্রিক্স প্রো ডিসপ্লে, যা কালো এবং উজ্জ্বল সাদা রং তৈরি করতে মিনি-এলইডি (LED) ব্যাকলাইটিং প্রযুক্তির ব্যবহার করে। এই মডেলকে নতুন এআই (AI) প্রসেসর সহ নিয়ে আসা হয়েছে, যা স্ক্রিনে দেখানো ছবির গুণমান উন্নত করে এবং নিম্ন-রেজোলিউশনের কন্টেন্টকে আপস্কেল করে।

Samsung 98-Inch Q80Z TV শুধুমাত্র চিত্তাকর্ষক ইমেজ কোয়ালিটি নয়, সাথে চমৎকার সাউন্ড পারফরম্যান্সও অফার করে। এক্ষেত্রে এই নয়া প্রিমিয়াম টিভিটি ৪.২.২ চ্যানেল স্পিকার সিস্টেমের সাথে এসেছে, যা দুর্দান্ত অডিও কোয়ালিটি সরবরাহ করতে সক্ষম। এছাড়া এই সাউন্ড সিস্টেমে ডলবি অ্যাটমস এবং ডিটিএস:এক্স সারাউন্ড সাউন্ড ফরম্যাট সাপোর্ট করে।

ভারতে Samsung 98-Inch Q80Z TV -এর লভ্যতা এবং লঞ্চ অফার

প্রাপ্যতার কথা বললে, Samsung 98-Inch Q80Z TV কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আজ থেকেই প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আর এটিকে আগামী ১লা জুন থেকে অনলাইন ও অফলাইন স্টোরগুলির মাধ্যমে ওপেন সেলে বিক্রি করা হবে।

লঞ্চ অফারের অংশ হিসাবে প্রত্যেক প্রি-অর্ডারকারীদের আলোচ্য স্মার্ট টেলিভিশনটির সাথে HW-Q99B সাউন্ডবার, 55-inch Neo QLED TV অথবা Galaxy Z Flip 4 স্মার্টফোনের মধ্যে থেকে একটিকে উপহার হিসেবে বেছে নেওয়ার বিকল্প দেওয়া হবে।। শুধু তাই নয়, টেনসেন্ট (Tencent) ভিডিও ভিআইপি অ্যানুয়াল সাবস্ক্রিপশনও কম্প্লিমেন্টরি হিসাবে দেওয়া হবে।