বাজারে এল লেটেস্ট ফিচারে ঠাসা 4টি নতুন Smart TV, এখন কিনলে ফ্রি পাবেন 9990 টাকার সাউন্ড বার

এই প্রযুক্তি নির্ভর সময়ে বড় সাইজের স্মার্ট টিভি কেনার প্রবণতা বেশ বেড়েছে। প্রায়ই কোনো না কোনো কোম্পানি এই ধরণের টিভি মডেল বাজারে আনছে, আবার বিভিন্ন অফারে এগুলি কেনা যাচ্ছে সস্তাতে। এমতাবস্থায় আপনিও যদি একটি বড় এবং লেটেস্ট ফিচারে ঠাসা স্মার্ট টিভি কিনতে চান, তাহলে আজ আপনার জন্য একটি ভালো খবর রয়েছে। সম্প্রতি জনপ্রিয় ব্র্যান্ড TCL, ইন্ডিয়ান মার্কেটে তার নতুন টিভি সিরিজ TCL 4K QLED TV C645 লঞ্চ করেছে। এই নতুন সিরিজের অধীনে এসেছে ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের মোট চারটি মডেল, যেগুলি গুগল ওএসে চলবে এবং ‘ওয়ার্ল্ড-ক্লাস’ মানে সেরা টিভি ভিউইং এক্সপিরিয়েন্স দেবে বলে কোম্পানির দাবি। চলুন এখন নয়া TCL 4K QLED TV C645 টিভি সিরিজের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি এক নজরে দেখে নিই।

নতুন TCL 4K QLED TV C645 টিভি সিরিজের মূল্য ও প্রাপ্যতা

সদ্য লঞ্চ হওয়া টিসিএল ৪কে কিউএলইডি টিভি সি৬৪৫ সিরিজের দাম শুরু হচ্ছে ৪০,৯৯০ টাকা থেকে, এটি ৪৩ ইঞ্চি মডেলের দাম। এক্ষেত্রে টিসিএলের ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি মডেলের দাম পড়বে যথাক্রমে ৪৮,৯৯০ টাকা এবং ৫৬,৯৯০ টাকা। আবার সিরিজের সবচেয়ে বড় সাইজের টিভিটি ৭৯,৯৯০ টাকায় কেনা যাবে। এই চারটি টিসিএল ৪কে কিউএলইডি টিভি সি৬৪৫ টিভিই রিলায়েন্স ডিজিটাল (Reliance Digital) এবং ক্রোমা (Croma)-র মতো ই-কমার্স স্টোরে কেনার জন্য উপলব্ধ, তবে আগ্রহীরা টিসিএলের নিজস্ব ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকেও এগুলি কিনতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এই নতুন টিভিগুলির প্রতি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বিশেষ অফার দিচ্ছে টিসিএল। ১০ই মে থেকে আগামী ১৬ই মে পর্যন্ত যারা এই টিসিএল ৪কে কিউএলইডি টিভি সি৬৪৫ টিভির প্রি-বুকিং করবেন, তারা ৯,৯৯০ টাকার সাউন্ডবার ফ্রিতে জিতে নিতে সক্ষম হবেন। এছাড়া রিলায়েন্স ডিজিটাল এবং ক্রোমা থেকে টিভিগুলি কিনলে নির্দিষ্ট ব্যাঙ্ক অফার মিলবে।

TCL C645 4K QLED TV সিরিজের স্পেসিফিকেশন

নতুন টিসিএল ৪কে কিউএলইডি টিভি সি৬৪৫ টিভিগুলি যে চারটি ভিন্ন স্ক্রিন সাইজে লঞ্চ হয়েছে সে কথা তো আগেই বলেছি। সেক্ষেত্রে এগুলিতে বেজেল-লেস ডিজাইন দেখা যাবে এবং HDR10+ প্রযুক্তির সাপোর্ট মিলবে। আবার ইউজারদের স্ট্রিমিং এবং গেম এক্সপিরিয়ান্স বাড়ানোর জন্য এইসব টিভিতে ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমসের সুবিধাও থাকবে। শুধু তাই নয়, টিভি মডেলগুলি গুগল টিভি ওএসে কাজ করবে; আর এগুলিতে গুগল ওয়াচলিস্ট, গুগল ফটো ইত্যাদি অ্যাক্সেস করা যাবে। টিসিএলের ঘোষণা অনুযায়ী, চারটি নতুন টিভিতেই বিদ্যমান হবে সি৬৪৫ ১২০ হার্টজ গেম এক্সেলরেটরও। সব মিলিয়ে গেমারদের জন্য এটি আদর্শ বিকল্প হবে বলেই সংস্থার দাবি।