Categories: TV

ঘরে পাবেন থিয়েটারের মজা, সস্তায় কিনুন 50 ইঞ্চি স্ক্রিনের এইসব Smart TV, অফার শেষ আজ রাতেই

Smart TV: গত ১৮ই এপ্রিল থেকে শুরু হওয়া Flipkart Appliance Bonanza Sale-এর আজই শেষদিন। আজ ২০শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিশেষ বিক্রয়পর্ব লাইভ থাকবে, যেখানে বিভিন্ন ইলেকট্রনিক তথা হোম অ্যাপ্লায়েন্স খুব কম খরচে কেনা যাবে। এমত পরিস্থিতিতে কেউ যদি এখন বড় স্ক্রিন বিশিষ্ট নতুন স্মার্ট টিভি সস্তায় কিনতে চান, তাহলে সেলের সীমিত সময় কাজে লাগিয়ে তিনি সেই পরিকল্পনা বাস্তবে পরিণত করতেই পারেন। আসলে এই প্রচণ্ড গরমে আকাশে মেঘ দেখা না গেলেও, Appliance Bonanza Sale-এ ৫০ ইঞ্চি টিভি সাইজের ব্র্যান্ডেড টিভিতে অফারের বৃষ্টিপাত ঘটাচ্ছে Flipkart – সেলের শেষ মুহূর্তেও! বলতে গেলে কম খরচে বড়, ফিচারে ঠাসা স্মার্ট টিভি কেনার জন্য এ এক দারুণ সুযোগ। কিন্তু কোন টিভিতে কী অফার দিচ্ছে Flipkart? আসুন দেখে নিই এক নজরে।

Flipkart Sale-এ দুর্দান্ত ৩টি স্মার্ট টিভি কম দামে কেনা যাবে, রয়েছে নজরকাড়া ফিচার

১. Blaupunkt Cybersound TV (50CSA7007): এই টিভিটির দাম ৪৭,৯৯৯ টাকা হলেও, ফ্লিপকার্ট অ্যাপ্লায়েন্স বোনানজা সেলে এটি ২৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র কার্ড ব্যবহার করে ইএমআইয়ে টিভিটি কিনলে ১,৫০০ টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে, এর সাথে থাকবে ১১,০০০ টাকার এক্সচেঞ্জ অফারও।

টিভিটিতে মিলবে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৫০ ইঞ্চি আল্ট্রা এইচডি (রেজোলিউশন ৩৮৪০×২১৬০ পিক্সেল) ৪কে (4K) ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ওএস, বিল্ট-ইন ক্রোমকাস্ট এবং কোয়াড-কোর প্রসেসর। এটি ৬০ ওয়াট আউটপুটের স্পিকার বহন করবে।

২. Realme 50 inch LED Smart Android TV (RMV2005): এই টিভিটির দাম ৪২,৯৯৯ টাকা, তবে ফ্লিপকার্টে এখন এটি ২৭% ডিসকাউন্টে ৩০,৯৯৯ টাকায় মিলছে। সাথে আছে ১৬,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার, যেখানে স্টেট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে।

রিয়েলমির এই টিভিটিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৫০ ইঞ্চি আল্ট্রা এইচডি (রেজোলিউশন ৩৮৪০×২১৬০ পিক্সেল) ৪কে ডিসপ্লে রয়েছে। সাথে আছে ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস্ প্রযুক্তি। অন্যদিকে পারফরম্যান্সের জন্য এতে কোয়াড-কোর প্রসেসর মিলবে, যার সাথে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা উপলব্ধ। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি হওয়ায় এটি বিভিন্ন ওটিটি (OTT) অ্যাপ সাপোর্ট করবে। এর স্পিকার আউটপুট ২৪ ওয়াট।

৩. Kodak 50 inch QLED Smart Google TV (50MT5011): এই টিভিটির এমআরপি (MRP) ৪৯,৯৯৯ টাকা, তবে সেলে এটিও ৩০,৯৯৯ টাকায় উপলব্ধ। আবার এতেও ক্রেতারা ১৬,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং স্টেট এসবিআই (SBI)-র কার্ডে অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড়ের সুবিধা পাবেন।

ফিচার বলতে, এই টিভিতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৫০ ইঞ্চি আল্ট্রা এইচডি ৪কে ডিসপ্লের সাথে ডলবি ভিশন, ডলবি অ্যাটমস্ প্রযুক্তি এবং ৪০ ওয়াট স্পিকার বিদ্যমান। এছাড়া স্মার্ট টিভিটি নেটফ্লিক্স (Netflix), ডিজনি+হটস্টার (Disney+Hotstar) ইত্যাদি ওটিটি অ্যাপ সাপোর্ট করবে।

আছে আরও অফার

উল্লিখিত তিনটি টিভি ছাড়া আপনারা যদি অন্য কোনো ৫০ ইঞ্চি টিভি কিনতে চান, তাহলে Mi X Series 50 inch TV (2022 Model) এবং iFFALCON by TCL U62 (iFF50U62) মডেলদুটি বেছে নিতে পারেন। এর মধ্যে ফ্লিপকার্ট সেলে প্রথম বিকল্পটির দাম পড়বে ৩৪,৯৯৯ টাকা এবং দ্বিতীয়টি ৩১,৯৯৯ টাকায় কেনা যাবে (এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফার ব্যতীত)।

Anwesha Nandi

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

9 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

9 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

10 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

12 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

12 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

13 hours ago