সবচেয়ে সস্তা 43 inch Smart TV লঞ্চ হল, পাবেন থিয়েটারের মত সাউন্ড ও আরও মজার ফিচার

ভারতের বাজারে আবারও নিজের Alpha সিরিজের অধীনে একটি নতুন স্মার্ট টিভির রেঞ্জ লঞ্চ করল Thomson। এক্ষেত্রে জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানিটি ২৪ ইঞ্চি, ৩২ ইঞ্চি এবং ৪০ ইঞ্চি ডিসপ্লে সাইজের তিন-তিনটি টিভি এনেছে যাতে শক্তিশালী প্রসেসর, বেজেললেস ডিজাইন ইত্যাদি ফিচার দেখা যাবে। আবার এগুলির দামও রাখা হয়েছে সাধ্যের মতই – আগ্রহীরা ৭,০০০ টাকার কম খরচেও এই নতুন Thomson Alpha টিভি বাড়ি আনতে পারবেন। আসুন এখন Thomson-এর এই নতুন স্মার্ট টিভিগুলির দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্যগুলি এক নজরে দেখে নিই।

নতুন Thomson Alpha Smart TV সিরিজের দাম

আগেই বলেছি নয়া থমসন আলফা টিভিগুলিকে সাশ্রয়ী মূল্যে আনা হয়েছে। এক্ষেত্রে ২৪ ইঞ্চি মডেলটির দাম রাখা হয়েছে মাত্র ৬,৪৯৯ টাকা, যেখানে ৩২ ইঞ্চি ভ্যারিয়েন্টটি ৭,৯৯৯ টাকায় কেনা যাবে। অন্যদিকে নতুন সিরিজের ৪০ ইঞ্চি মডেলটি কিনতে গেলে ১৩,৪৯৯ টাকা খরচ করতে হবে। আগামী ৬ই মার্চ ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ (Flipkart Big Saving Days) সেলে এই স্মার্ট টিভিগুলি কেনার জন্য উপলব্ধ হবে।

Thomson Alpha Smart TV সিরিজের স্পেসিফিকেশন

সদ্য লঞ্চ হওয়া থমসন আলফা স্মার্ট টিভিগুলিতে অনেক দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে। যেমন এগুলিতে আপনারা প্রিমিয়াম বেজেললেস ডিজাইন দেখতে পাবেন। আবার এগুলি শক্তিশালী অ্যামলজিক প্রসেসর দ্বারা চালিত হবে। এর সাথে থাকবে মিরাকাস্ট ফিচারও। এছাড়াও টিভিগুলি ৩০ ওয়াট অডিও আউটপুট অফার করবে, যাতে করে আপনারা বাড়িতে সিনেমা হলের মত সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন।

লঞ্চ হয়েছে Thomson-এর এয়ার কুলারও

শুধু টিভি নয়, বরঞ্চ আসন্ন গ্রীষ্ম ঋতুর জন্য ‘কুল প্রো’ (Cool Pro) নামে একটি এয়ার কুলার রেঞ্জও চালু করেছে থমসন। এক্ষেত্রেও তিনটি অর্থাৎ তিন ধরণের এয়ার কুলার বাজারে এসেছে – পার্সোনাল, উইন্ডো এবং ডেজার্ট। এই বিশেষ অ্যাপ্লায়েন্সগুলিও আগামী ৬ই ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টে বিক্রি হবে। এর মধ্যে পার্সোনাল ও উইন্ডো বিকল্পদুটি কিনতে যথাক্রমে ৪,৯৯৯ টাকা এবং ৫,৭৯৯ টাকা খরচ হবে। অন্যদিকে ডেজার্ট কুলারটি তিনটি ক্যাপাসিটিতে (৬০ লিটার, ৭৫ লিটার এবং ৮৫ লিটার) এসেছে, যাদের দাম শুরু ৬,৯৯৯ টাকা থেকে।