Smart TV under 20000: সস্তায় সেরা ফিচার! Amazon থেকে কিনে ফেলুন এই ৫টি ব্র্যান্ডেড টিভি

আজকাল প্রায় সবাই স্মার্ট গ্যাজেট বা ডিভাইসের মাধ্যমে নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চাইছেন; এমনকি এখন হাতের স্মার্টফোনই হয়ে উঠেছে ভরপুর বিনোদনের ঠেক! সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে কম বাজেটে একটি ভাল স্মার্ট টিভি কিনে পরিবারের সাথে সময় কাটাতে চান, তাহলে আপনার জন্য আজ রয়েছে কয়েকটি সেরা বিকল্পের সন্ধান। হ্যাঁ, এই প্রতিবেদনে আমরা Redmi থেকে শুরু করে LG, Samsung-এর মত ব্র্যান্ডের কিছু সেরা স্মার্ট টিভির কথা বলব যেগুলি আপনারা Amazon India-য় ২০,০০০ টাকার কমে কিনতে পারবেন; এই টিভিগুলিতে ৩২ ইঞ্চি স্ক্রিনের সাথে আরও কিছু লেটেস্ট এবং আপগ্রেডেড ফিচার পাওয়া যাবে।

Amazon থেকে সস্তায় কিনুন এই স্মার্ট টিভিগুলি

১. Redmi 80 cm (32 inches) HD Ready Smart LED TV: এই স্মার্ট টিভির দাম ২৪,৯৯৯ টাকা, তবে অ্যামাজন এটিকে এখন ১১,৯৯৯ টাকায় বিক্রি করছে। আবার টিভিটি কেনার সময় পুরোনো মডেল এক্সচেঞ্জ করলে আপনারা অতিরিক্ত ২,৪৪০ টাকার ছাড় পাবেন। এক্ষেত্রে ফিচার বলতে টিভিটিতে ৩২ ইঞ্চি স্ক্রিনের সাথে মিলবে কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড টিভি ১১, বিল্ট-ইন ক্রোমকাস্ট, প্যাচওয়াল ৪-এর মত অপশন। এটি কানেক্টিভিটির জন্য দুটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০ প্রযুক্তি অফার করবে। এছাড়াও এতে পাওয়া যাবে ২০ ওয়াট স্টেরিও স্পিকার, ডলবি অডিও, অটো লো লেটেন্সি মোড ইত্যাদি বৈশিষ্ট্য।

২. Samsung 80 cm (32 inches) HD Ready LED Smart TV: এই টিভিটির মূল্য বর্তমানে ১২,৪৯০ টাকা। এটি ৩১ ইঞ্চি এইচডি এলইডি স্ক্রিন এবং ২০ ওয়াট ডলবি ডিজিটাল প্লাস সাউন্ডের সাথে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্মার্টথিংস অ্যাপ, পার্সোনাল কম্পিউটার, হোম ক্লাউড, লাইভ কাস্ট, স্ক্রিন শেয়ার এবং মিউজিক সিস্টেমের মত ফিচার ব্যবহারের সুবিধা দেবে।

৩. LG 80 cm (32 inches) HD Ready Smart LED TV: এই টিভিটি ১৩,৯৯০ টাকায় কেনা যাবে। বদলে কানেক্টিভিটির জন্য মিলবে দুটি এইচডিএমআই পোর্ট এবং দুটি ইউএসবি পোর্ট। আবার এটি হোম ড্যাশবোর্ড, স্ক্রিন মিররিং, মিনি টিভি ব্রাউজার এবং মাল্টি-টাস্কিংয়ের মত ফিচার অফার করবে।

৪. OnePlus 80 cm (32 inches) HD Ready Smart Android LED TV: এই ৩২ ইঞ্চি এইচডি রেডি স্মার্ট টিভির (রেজোলিউশন ১৩৬৬×৭৬৮ পিক্সেল) রিফ্রেশ রেট হল ৬০ হার্টজ। এটি অ্যান্ড্রয়েড টিভি ১১ ওএসের সাহায্যে চালিত হয়; সাথে মেলে ওয়ানপ্লাস কানেক্ট ইকোসিস্টেম, ক্রোমকাস্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অটো লো লেটেন্সি মোডের মত অপশন। আবার এই টিভিতে কানেক্টিভিটির জন্য ইউজাররা পাবেন দুটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট। এর দাম পড়বে ১৩,৯৯৯ টাকা।

৫. Mi 80 cm (32 inches) Horizon Edition HD Smart LED TV: শাওমির এই টিভিটির কিনতে এখন ১৬,৪৯৯ টাকা লাগবে, এর আসল দাম ১৯,৯৯৯ টাকা। এর ডিসপ্লে রিফ্রেশ রেট ৬০ হার্টজ; যেখানে ইউজাররা এতে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল এবং ২০ ওয়াট স্টেরিও স্পিকারের ফিচার পাবেন। মিলবে অ্যান্ড্রয়েড টিভি ৯ ওএস, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল প্লে এবং ক্রোমকাস্টের মত ফিচারও।