Categories: TV

বড় ডিসপ্লের সাথে দুর্দান্ত পিকচার কোয়ালিটি, এই 5টি প্রিমিয়াম Smart TV-র জুড়ি মেলা ভার

সময়ের অগ্রগতির সাথে টিভিতেও ব্যাপক বদল এসেছে। একদিকে যেমন বাজারে আধুনিক ফিচারে ঠাসা স্মার্ট টিভি (Smart TV)-র চাহিদা বেড়েছে, তেমনই এখন বাড়ির বসার ঘরে থিয়েটারের মতো বিনোদন পেতে অনেকেই বড় স্ক্রিন এবং উচ্চমানের স্পিকারযুক্ত টেলিভিশনই পছন্দ করছেন। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে দাম দিয়ে একটি বড় (পড়ুন প্রিমিয়াম) টিভি কিনতে চান, তাহলে আপনার জন্যই এই প্রতিবেদন। আসলে আজ আমরা কয়েকটি সেরা ৭৫ ইঞ্চি QLED স্মার্ট টিভির কথা বলব, যার থেকে আপনার কেনাকাটার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। তো আসুন, ঝটপট দেখে নিই তালিকা।

এই ৫টি প্রিমিয়াম Smart TV-তে পাবেন বড় স্ক্রিন এবং সেরা বিনোদন

১. IQ-IT’s ROYALTY 75 inch QLED Ultra HD TV: এটি একটি ৪কে (4K) রেজোলিউশনের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি যার স্ক্রিন সাইজ ৭৫ ইঞ্চি এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এতে সাউন্ড আউটপুটের জন্য দুটি ডলবি অ্যাটমস স্পিকার দেওয়া হয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য এটি ৩টি এইচডিএমআই (HDMI) এবং ২টি ইউএসবি (USB) পোর্ট অফার করবে। আবার এই টিভিতে মিলবে বিল্ট-ইন ওয়াই-ফাই এবং ব্লুটুথ সাপোর্টও। পাশাপাশি অটো পাওয়ার-অফ, চাইল্ড লক ইত্যাদি ফিচারও এতে কাজে লাগানো যাবে।

এই টিভির দাম ৮৪,৯৯৯ টাকা।

২. Blaupunkt 75 inch QLED Ultra HD TV: এই ৪কে স্মার্ট টিভির স্ক্রিন রেজোলিউশন ৩৮৪০×২১৬০ পিক্সেল। টিভিটিতে ৬০ ওয়াট সাউন্ড আউটপুট এবং ৪টি স্পিকার দেখা যাবে। সাথে থাকবে বিল্ট-ইন ওয়াই-ফাইয়ের সুবিধা। এছাড়া এতে নেটফ্লিক্স (Netflix), ইউটিউব (YouTube), ডিজনি+হটস্টার (Disney+Hotstar) এবং প্রাইম ভিডিও (Prime Video)-এর অ্যাক্সেস পাওয়া যাবে।

এটি কিনতে ৯৯,৯৯৯ টাকা খরচ করতে হবে।

৩. Mi Q1 75 inch QLED Ultra HD TV: এই ৪কে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির স্ক্রিন রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ৩৮৪০×২১৬০ পিক্সেল। এটিতে কোয়াড-কোর প্রসেসর এবং মালি জি৫৩ জিপিউ (Mali G53 GPU) দেওয়া হয়েছে। সাথে আছে ৬টি স্পিকার এবং ডলবি অডিও সাপোর্ট। উল্লেখ্য, এই টিভিতে একাধিক এইচডিএমআই এবং ইউএসবি পোর্ট দেখা যাবে। তাছাড়াও এতে পাবেন নেটফ্লিক্স, ইউটিউব এবং ডিজনি+হটস্টারের মতো ওটিটি (OTT) প্ল্যাটফর্ম অ্যাক্সেসের সুবিধা।

এটি কিনতে হলে ১,২৯,৯৯৯ টাকা ব্যয় করতে হবে।

৪. Vu Masterpiece Glo 75 inch QLED Ultra HD TV: ভিইউয়ের এই টিভিতেও ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৪কে ডিসপ্লে (রেজোলিউশন ৩৮৪০×২১৬০ পিক্সেল) দেখা যাবে। অন্যদিকে এতে থাকবে ১০০ ওয়াট আউটপুট বিশিষ্ট ৪.১ স্পিকার সিস্টেম, ইন-বিল্ট সাবউফার এবং ডলবি অ্যাটমোসের সুবিধা। এতে কানেক্টিভিটির জন্য ৪টি এইচডিএমআই এবং ২টি ইউএসবি পোর্ট পাবেন। মিলবে বিল্ট-ইন ওয়াই-ফাই এবং ব্লুটুথ সাপোর্টও।

এই স্মার্ট টিভিটির মূল্য ১,৪৯,৯৯০ টাকা।

৫. Samsung QN90BAK 75 inch QLED Ultra HD TV: স্যামসাংয়ের এই স্মার্ট টাইজেন টিভিতে ১০০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৪কে ডিসপ্লে আছে। এরই সাথে আছে ৪টি স্পিকার, কিউ-সিম্ফনি (Q-Symphony) সাপোর্টসহ ব্লুটুথ অডিওর মতো ফিচার। এই টিভিতে স্মার্ট রিমোট কন্ট্রোল এবং অটো পাওয়ার-অফের মতো বৈশিষ্ট্যও রয়েছে। তাছাড়া কোম্পানি এতে এআই (AI) আপস্কেল এবং কোয়ান্টাম ম্যাট্রিক্স প্রযুক্তি দিয়েছে। এটি ৪টি এইচডিএমআই এবং ২টি ইউএসবি পোর্ট অফার করবে।

তালিকার এই টিভিটি সবচেয়ে প্রিমিয়াম – এর দাম ৪,০৯,৯৯০ টাকা।

Anwesha Nandi

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

15 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

22 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

56 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

3 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago