দুর্দান্ত পিকচার কোয়ালিটি, Vu লঞ্চ করল ৪৩ ইঞ্চি স্ক্রিনের Google TV, সাপোর্ট করবে ডলবি অ্যাটমস

হালফিলে যারা মিড-রেঞ্জে ঘরে একটি নতুন স্মার্ট টিভি আনার প্ল্যান করছেন, তাদের জন্য এই প্রতিবেদন রয়েছে একটি দারুণ সুখবর। আসলে প্রিমিয়াম টিভি ব্র্যান্ড Vu সম্প্রতি তাদের নতুন স্মার্ট টিভি সিরিজ Vu GloLED TV-র অধীনে ভারতে একটি ব্র্যান্ড-নিউ ৪৩ ইঞ্চি স্ক্রিন সাইজের টিভি লঞ্চ করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, আগামী ২৭ নভেম্বর থেকে এই টিভিটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ ২৯,৯৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ হবে।

উল্লেখ্য যে, গত ২১ নভেম্বর ছিল ওয়ার্ল্ড টেলিভিশন ডে (বিশ্ব টেলিভিশন দিবস); এমত পরিস্থিতিতে সংস্থা কর্তৃক ঘোষিত এই লঞ্চের খবরটি আপামর ভারতবাসীর জন্য যে নিঃসন্দেহে এক দারুণ সুসংবাদ, সেকথা বলাই বাহুল্য। প্রসঙ্গত জানিয়ে রাখি, আল্ট্রা এইচডি (Ultra HD), এইচডিআর১০ (HDR10), এবং ডলবি অ্যাটমোস (Dolby Atmos) সাপোর্ট সহ আসা এই নবাগত Vu GloLED TV-তে একাধিক কার্যকর ফিচার উপলব্ধ রয়েছে।

ইতিমধ্যেই ইউজারমহলে ব্যাপকভাবে সাড়া ফেলেছে Vu GloLED TV সিরিজ

আলোচ্য টিভি সিরিজটির প্রসঙ্গে ভিইউ টেকনোলজিসের প্রেসিডেন্ট ও সিইও দেবিতা সরাফ (Devita Saraf) বলেছেন, ভিইউ চলতি বছরের মার্চ মাসের শুরুতে গ্লোএলইডি টিভি সিরিজটি লঞ্চ করে। আর লঞ্চের মাত্র ২ মাসের মধ্যে এই সিরিজের মোট ৪৬,৬৭৫ টি ইউনিট বিক্রি হয়েছে, যা এককথায় অবিশ্বাস্য। শুধু তাই নয়, ২০২২ সালে এখনও পর্যন্ত সংস্থাটি ১.৫ মিলিয়ন গ্লোএলইডি টিভি বিক্রি করতে সক্ষম হয়েছে। তদুপরি, ক্রেতাদের কাছেও এই সিরিজটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, যার ফলে ফ্লিপকার্টে ৪,৬৩৫ টি রিভিউয়ে ৪.৪ স্টার রেটিং পাওয়া গেছে। তাই কোম্পানির কাছে এটি যে নিঃসন্দেহে এক দুর্দান্ত সাফল্য, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর ইউজারদের এই উচ্ছ্বাস দেখে আশা করা যাচ্ছে যে, ২০২৩ সালে ভিইউ গ্লোএলইডি টিভির ২ লক্ষ ইউনিট বিক্রি হবে।

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত ভিইউ গ্লোএলইডি টিভিগুলি ৫০, ৫৫ এবং ৬৫ ইঞ্চি – এই তিনটি স্ক্রিন সাইজে মার্কেটে উপলব্ধ ছিল; তবে এবার এই তালিকায় ৪৩ ইঞ্চি স্ক্রিন সাইজও শামিল হল। দেবিতা সরাফ আরও বলেছেন যে, গ্রাহকদের বিপুল চাহিদার জেরেই সংস্থাটি হালফিলে বাজারে ৪৩ ইঞ্চির ভিইউ গ্লোএলইডি টিভি লঞ্চ করেছে। যারা চলতি সময়ে এই মিড-রেঞ্জের টিভিটি কিনতে আগ্রহী, তাদেরকে সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে যে, আগামী ২৭ নভেম্বর দুপুর বারোটা থেকে ফ্লিপকার্টে এই ডিভাইসটি বিক্রির জন্য উপলব্ধ হবে।

নয়া Vu GloLED TV-র ফিচার এবং স্পেসিফিকেশন

ভিইউ গ্লোএলইডি টিভিগুলি ৪কে (4K) রেজোলিউশন সাপোর্ট করে। নয়া মডেলেও ৯৪ শতাংশ কালার গ্যামট, ৪০০ নিট স্ক্রিন ব্রাইটনেস, এমইএমসি (MEMC), অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, এইচডিআর১০ (HDR10), এবং ডলবি ভিশন (Dolby Vision) সাপোর্ট দেওয়া হয়েছে। অডিওর ক্ষেত্রে, নতুন ভিউ গ্লোএলইডি স্মার্ট টিভিটি একটি ডিজে-ক্লাস (DJ-class) ইন-বিল্ট সাবউফার সহ এসেছে। এছাড়া, এই টিভিতে দুটি স্পিকার সহ একটি বিল্ট-ইন সাউন্ডবার রয়েছে, যা ৮৪ ওয়াট সাউন্ড আউটপুট তৈরি করতে সক্ষম। এটি গুগল টিভি ওএস (Google TV OS)-এ চলে।

স্মুথ পারফরম্যান্সের জন্য, Vu GloLED সিরিজের টিভিগুলিতে একটি কোয়াড-কোর প্রসেসর সহ একটি ডুয়াল-কোর জিপিইউ এবং গ্লো এআই (Glo AI) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসগুলিতে ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি স্টোরেজ বিদ্যমান। তদুপরি, এই সিরিজের মডেলগুলিতে নেটফ্লিক্স (Netflix), অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)-র মতো বেশ কিছু ওটিটি (OTT) অ্যাপ প্রি-ইন্সটল করা আছে। উপরন্তু, গেমিংয়ের জন্য টেলিভিশনগুলিতে ভিআরআর (VRR) এবং এএলএলএম (ALLM)-এর মতো ফিচারগুলিও মজুত রয়েছে। আর একথা আমরা সকলেই জানি যে, ইতিমধ্যেই গত ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup Qatar 2022); এবং আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে পুরুষদের ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। সেক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, অ্যাডভান্সড ক্রিকেট মোড (Advanced Cricket mode)-এর সৌজন্যে সদ্য লঞ্চ হওয়া টিভিটিতে খেলা দেখলে দর্শকরা একদম নিখুঁতভাবে খেলা দেখার পাশাপাশি মাঠে বসে ম্যাচ দেখার মতো অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *