Xiaomi সস্তায় দুর্দান্ত টিভি নিয়ে হাজির, ডলবি স্পিকার, ভিভিড পিকচার ইঞ্জিন সহ আকর্ষণীয় ফিচার্স

শাওমি (Xiaomi) স্মার্টফোনের পাশাপাশি কনজিউমার ইলেকট্রনিক্স মার্কেটেও যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। কোম্পানিটি সদ্য ভারতে তাদের নতুন স্মার্ট টিভি রেঞ্জ লঞ্চ করেছে। যা ব্র্যান্ডের A-সিরিজের অংশ। নয়া টেলিভিশনগুলি সাশ্রয়ী মূল্যে প্রচুর উৎকৃষ্টমানের ফিচার অফার করে। Xiaomi A-সিরিজের স্মার্ট টিভি মডেলগুলি সর্বোচ্চ ফুলএইচডি+ রেজোলিউশন, ২০ ওয়াট ডুয়েল স্পিকার এবং কোয়াড-কোর A35 প্রসেসর সহ এসেছে। এদের, দাম স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Xiaomi A-সিরিজের স্মার্ট টিভির মূল্য ও লভ্যতা

শাওমি স্মার্ট টিভি এ-সিরিজটি তিনটি স্ক্রিন আকারে লঞ্চ হয়েছে। সবচেয়ে ছোট ৩২ ইঞ্চির মডেলটির দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। এটির উপর ৫০০ টাকা ছাড়ও মিলবে৷ অন্যদিকে, ৪০ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চি ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ২২,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকা। তিনটি টেলিভিশনই আগামী ২৫ জুলাই থেকে ব্র্যান্ডের ওয়েবসাইট, এমআই হোম, ফ্লিপকার্ট, ও অফলাইন রিটেইল স্টোর থেকে কেনার জন্য উপলব্ধ হবে।

Xiaomi A-সিরিজের স্মার্ট টিভির স্পেসিফিকেশন এবং ফিচার

শাওমির স্মার্ট টিভি এ-সিরিজটি ৩২, ৪০ এবং ৪৩ ইঞ্চির স্ক্রিন সাইজের ধাতব বেজেল-হীন ডিজাইনের সাথে বাজারে এসেছে। সবচেয়ে ছোট ভ্যারিয়েন্ট এইচডি রেজোলিউশন সাপোর্ট করে, আর ৪০ ইঞ্চি এবং ৪৩ ইঞ্চির মডেলগুলিতে ফুলএইচডি+ প্যানেল রয়েছে৷ তিনটি টেলিভিশনেই ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল, ভিভিড পিকচার ইঞ্জিন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

অডিওর ক্ষেত্রে, শাওমি স্মার্ট টিভি এ-সিরিজটি ডলবি অডিও এবং ডিটিএস ভার্চুয়াল: এক্স দ্বারা টিউন করা দুটি ২০ স্পিকার দ্বারা সজ্জিত। গেমিংয়ের জন্য, এগুলিতে অটোমেটিক-লো লেটেন্সি মোড (ALLM) সাপোর্ট করে। এছাড়াও, এ-সিরিজের স্মার্ট টিভিগুলি কোয়াড-কোর এ৩৫ প্রসেসর দ্বারা চালিত এবং ১.৫ জিবি র‍্যাম ও ৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

এছাড়াও, Xiaomi A-সিরিজের স্মার্ট টিভিগুলি ইন-বিল্ট ক্রোমকাস্ট (Chromecast) এবং গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant) সহ এসেছে। এগুলি শাওমির প্যাচওয়াল প্লাস (PatchWall+) ইউজার ইন্টারফেস সহ গুগল টিভি অপারেটিং সিস্টেমে চলে, যা এমআই হোম ইন্টিগ্রেশন, আইএমডিবি, লাইভ টিভি, ইউনিভার্সাল সার্চ এবং কিড মোড অফার করে। কুইক মিউট এবং কুইক ওয়েক ফাংশানালিটি সহ একটি ব্লুটুথ-এনেবল রিমোট কন্ট্রোল সহ টিভিগুলি লঞ্চ করা হয়েছে।