বাড়ি মনে হবে সিনেমা হল, 4K রেজোলিউশন সহ Xiaomi TV S75 ও S65 বাজারে এল, দাম জানুন

Xiaomi TV S75 ও S65 আজ থেকেই প্রি-অর্ডারের জন্য উপলব্ধ

Xiaomi আজ চীনে নতুন দুটি স্মার্ট টিভি লঞ্চ করল। এগুলি হল Xiaomi TV S75 ও S65। নাম থেকেই বোঝা যাচ্ছে টিভি দুটি ৭৫ ও ৬৫ ইঞ্চি স্ক্রিনের সাথে এসেছে। যদিও এদের স্পেসিফিকেশন মোটামুটি একই। আর টেলিভিশন দুটির দাম রাখা হয়েছে ৫০ হাজার টাকার উপরে। আসুন Xiaomi TV S75 ও S65 এর স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Xiaomi TV S75 ও S65 এর স্পেসিফিকেশন ও ফিচার

শাওমি টিভি এস৭৫ ও এস৬৫ এর চারপাশে সরু বেজেল দেখা যাবে। টিভিগুলি ৪কে রেজোলিউশন (৩৮৪০ x ২১৬০ পিক্সেল) ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আবার এতে এইচডিআর১০ সাপোর্ট করবে।

অডিও বিভাগের কথা বললে, Xiaomi TV S75 ও S65 ডুয়েল স্টেরিও স্পিকার সহ এসেছে, যা ২৫ ওয়াট সাউন্ড আউটপুট দেবে। আবার এগুলিতে ডলবি ভিশন অ্যাটমস এবং ডিটিএস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এগুলিতে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর কর্টেক্স এ৭৩ প্রসেসর, ৩ জিবি র‌্যাম। আর টিভি দুটিতে থাকবে ৩২ জিবি স্টোরেজ। এগুলি এমআইইউআই টিভি অপারেটিং সিস্টেমে রান করবে।

আর Xiaomi TV S75 ও S65 -তে কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ওয়াই-ফাই ৬, তিনটি এইচডিএমআই ২.১ পোর্ট, দুটি ইউএসবি ৩.০ পোর্ট ও ইথারনেট পোর্ট, ব্লুটুথ ৫.২ ও এনএফসি‌।

Xiaomi TV S75 ও S65 এর দাম

Xiaomi TV S75 ও S65 আজ থেকেই প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। এদের দাম যথাক্রমে রাখা হয়েছে ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫৩,৯৮০ টাকা) ও ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,৯৭০ টাকা)।