রেকর্ড! মাত্র ষাট মিনিটে Redmi Note 11 সিরিজের পাঁচ লক্ষ ফোন বিক্রি করল Xiaomi

Redmi Note সিরিজের ফোন লঞ্চ হবে, আর নতুন রেকর্ড সৃষ্টি হবে না, এমনটা কখনও হতে পারে না। কয়েকদিন আগেই চীনে আত্মপ্রকাশ ঘটেছে এই সিরিজের নতুন প্রজন্মের ফোন Redmi Note 11 সিরিজের। যে লাইন আপে এসেছে তিনটি হ্যান্ডসেট – Redmi Note 11, Redmi Note 11 Pro, এবং Redmi Note 11 Pro+। চীনে অনলাইনে আজই ফোনগুলির প্রথম সেলের আয়োজন করা হয়েছিল। আর সেল শুরু হতেই যেন ফোন কেনার ধুম লেগে গেল।

বিশ্বের সবচেয়ে বড় শপিং ফেস্টিভ্যাল Double 11 Sale-এ এক ঘন্টায় কতগুলো Redmi Note 11 সিরিজের ফোন বিক্রি হয়েছে, তার হিসাব প্রকাশ করেছে সংস্থা। শাওমির তরফ থেকে জানানো হয়েছে, ৬০ মিনিটে এই সিরিজের ৫ লক্ষেরও বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে। শাওমি আরও বলেছে, সেল শুরুর ১ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যেই তাদের পণ্য বিক্রির মূল্য ২ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যায়। আবার ৫২ মিনিট ১১ সেকেন্ডের মাথায় তা দ্বিগুণ হয়ে যায়।

কী কারণে Redmi Note 11 সিরিজের রেকর্ড সেল?

উত্তর অবশ্যই ঠাসা ফিচার। Redmi Note 11 এসেছে ৬.৬ ইঞ্চি ৯০ হার্টজ ডিসপ্লের সাথে। অন্য দিকে, Pro মডেলগুলোতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। বেস মডেলে Dimensity 800 প্রসেসর এবং Pro ও Pro+ ভ্যারিয়েন্টে Dimensity 920 প্রসেসর দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিটি ফোনেই রয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ভেপার-চেম্বার কুলিং সিস্টেম, যা ফোনের তাপমাত্রা ৩ ডিগ্রী পর্যন্ত কমাতে সক্ষম। প্রো মডেলটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,১৬০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। অন্য দিকে, প্রো প্লাস ভার্সনে রয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বেস মডেলে আছে ৫,১০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই সিরিজের ফোনের দাম শুরু হয়েছে প্রায় ১৪,০০০ টাকা থেকে। ‌