Zontes ZT500: টপ স্পিড 160 কিমি, স্পোর্টস বাইকের পাওয়ার নিয়ে দুর্ধর্ষ স্কুটারের আগমন

বর্তমান দিনে স্টাইলিশ টু-হুইলারের প্রতি ক্রেতাদের উদ্দীপনা বাড়তে দেখা যাচ্ছে। যার মধ্যে অন্যতম ম্যাক্সি স্কুটার। আধুনিক প্রজন্মকে যা ভবিষ্যতের দিশা দেখায়। এবার জন্টিস (Zontes) চীনের বাজারে তাদের এমনই একটি ম্যাক্সি স্কুটার ZT 500-এর উপর থেকে পর্দা সরালো। লড়াইয়ের ময়দানে Yamaha T-Max-এর সাথে যেটি টক্কর নেবে। কার্ভি ডিজাইনের এই নতুন মডেলটি আকার আয়তনে বেশ বড়সড়। আসুন Zontes ZT 500-এর প্রসঙ্গে জেনে নেওয়া যাক।

Zontes ZT 500 : ডিজাইন ও ইঞ্জিন

জন্টিস জেডটি ৫০০-এ উপস্থিত একটি টুইন পড হেডলাইট, একটি বৃহৎ উইন্ডস্ক্রিন, স্প্লিট স্টাইল ফ্লোরবোর্ড, স্টেপ আপ সিট এবং স্টাইল পিলিয়ন গ্র্যাবরেল। পেশীবহুল ম্যাক্সি স্কুটারটিতে এগিয়ে চলার শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি ৪৯১সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৪৪.৯ বিএইচপি শক্তি এবং ৫৩ এনএম টর্ক উৎপন্ন হবে। প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম স্কুটারটি।

Zontes ZT 500 : হার্ডওয়্যার

সংস্থার পোর্টফোলিওর Zontes ZT 350-এর উপর ভিত্তি করে এসেছে নতুন মডেলটি। হার্ডওয়্যার হিসেবে Zontes 500-এ উপস্থিত উভয় চাকায় ডিস্ক ব্রেক। ডুয়েল চ্যানেল এবিএস সহ এতে রয়েছে J.Juan-এর ক্যালিপার। স্কুটারটি একজোড়া ১৫ ইঞ্চি চাকায় ভর করে এগিয়ে চলবে। এর সামনে ও পেছনে রয়েছে যথাক্রমে ১২০/৭০ সেকশন ও ১৭০/৭০ সেকশন টিউবলেস টায়ার।

সাসপেনশনের দায়িত্ব সামলাতে Zontes ZT 350-তে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার স্প্রিং। যাই হোক, ভারতের বাজারে স্কুটারটির লঞ্চের সম্ভাবনা কম বললেই চলে। এদেশে আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া-র মাধ্যমে জন্টিস পাঁচটি মডেল বিক্রি করে। যেগুলি হল – 350R, 350R, GK 350 ও 350T ADV।