ViewSonic LX700 4K RGB Projector

বাড়ি হয়ে যাবে সিনেমা হল! লঞ্চ হল বিশ্বের প্রথম সিলিং-মাউন্টেড লেসার প্রোজেক্টর

ViewSonic LX700 4K RGB Projector Feature - ভিউসনিক এর দাবি, LX700-4K RGB ৩০০ ইঞ্চি স্ক্রিন সাইজ পর্যন্ত ছবি প্রজেক্ট করতে পারে।

Ankita Mondal 6 Nov 2024 1:26 PM IST

আর যেতে হবে না মাল্টিপ্লেক্স, কারণ ঘরই হয়ে যাবে সিনেমা হল। সৌজন্যে ভিউসনিকের (ViewSonic) নতুন লেসার প্রোজেক্টর LX700 4K। এটি বিশ্বের প্রথম আরজিবি লেসার প্রযুক্তির প্রোজেক্টর যা সিলিংয়ে আটকানো যাবে। কোম্পানির দাবি, এটি BT.2020 কালার গামুটের ১০০ শতাংশ কভারেজ প্রদান করবে। সহজ ভাষায় বললে, ঘরে দৃশ্যমান যত কালার স্পেস রয়েছে তার পুরোটাই কভার করতে সক্ষম এই প্রোজেক্টর। বাড়ির মধ্যেই ছোট থিয়েটার বানাতে চাইলে এটি একটি অন্যতম বিকল্প হতে পারে।

ViewSonic LX700 4K RGB লেসার প্রোজেক্টরের দাম

ভারতে এই প্রোজেক্টরের দাম রাখা হয়েছে ৪,৮৫,০০০ টাকা। যদিও কোথা থেকে কেনা যাবে তা এখনও জানায়নি কোম্পানি। তবে আশা করা হচ্ছে, বড় ইলেক্ট্রনিক্স দোকানগুলিতে পাওয়া যাবে এই প্রোজেক্টর।

ভিউসনিক LX700 4K RGB লেসার প্রোজেক্টরের ফিচার্স

ভিউসনিক এর দাবি, LX700-4K RGB ৩০০ ইঞ্চি স্ক্রিন সাইজ পর্যন্ত ছবি প্রজেক্ট করতে পারে। উজ্জ্বল প্রোজেকশনের জন্য ৩৮৪০×২১৬০ পিক্সেল এবং ৫২০০ RGB লেজার লুমেনের রেজোলিউশন অফার করে এই প্রোজেক্টর। থিয়েটারের মতো প্রাণবন্ত এবং নিখুঁত রঙ তুলে ধরতে সক্ষম LX700। এছাড়া পাওয়া যাবে 4K HD রেজোলিউশন, HDR/HLG সাপোর্ট এবং ০.৬৫ ইঞ্চি DMD চিপ, যা সর্বোত্তম কন্ট্রাস্ট লেভেল বজায় রাখতে সাহায্য করবে।

এইচডিএমআই কেবিলের মাধ্যমে এক্সটার্নাল অডিয়ো সিস্টেম কানেক্ট করা যাবে। এই প্রোজেক্টরের আয়ু ৩০ হাজার ঘণ্টা বা সাড়ে তিন বছরও বলতে পারেন। Xbox এর জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে LX700 RGB লেসার প্রোজেক্টর। এছাড়া অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১৪৪০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট।

কানেক্টিভিটি ক্ষেত্রে গুগল ক্রোমকাস্ট, অ্যাপল টিভি, রোকু এবং ফায়ার টিভির অপশন দেওয়া হয়েছে। মিলবে ওয়্যারলেস স্ক্রিন কাস্টিং কিটের সুবিধা। যার মাধ্যমে ওটিটি কন্টেন্ট স্মার্টফোন থেকে প্রোজেক্টরে চালানো যাবে। রয়েছে দুটি এইচডিএমআই এবং ইউএইবি-এ পোর্ট।

Show Full Article
Next Story