Vivo S1 ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের সাথে ভারতে এলো

গতমাসেই ভারতে লঞ্চ হয়েছিল অসাধারণ ডিজাইনের Vivo S1। এই ফোনটি ভারতে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছিল। তবে এবার কোম্পানি এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ লঞ্চ করলো। স্টোরেজ বাড়ানো ছাড়া যদিও এই ফোনের ফিচার কোনো পরিবর্তন করা হয়নি। ভিভো এস ১ এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo S1 স্পেসিফিকেশন :

এই ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই ভিত্তিক ফ্যান্টচ ওস ৯ অপারেটিং সিস্টেম আছে। Vivo S1 ফোনে পাবেন ৬.৩৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার এমোলেড মাল্টি টাচ ডিসপ্লে। যার স্ক্রিন রেজল্যুশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। এই ফোনে মিডিয়াটেক হিলিও পি ৬৫ প্রসেসর আছে। ফোনের র‍্যাম ও স্টোরেজের কথা বললে এতে পাবেন ৪/৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডির মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে তিনটি রিয়ার ক্যামেরা আছে। যার প্রথমটি ১৬ মেগাপিক্সেল( এফ/১.৭ অ্যাপারচার), দ্বিতীয়টি ৮ মেগাপিক্সেল (এফ./২.২ অ্যাপারচার) এবং তৃতীয়টি ২ মেগাপিক্সেল। আবার ফ্রন্ট ক্যামেরা হিসেবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন। রিয়ার ক্যামেরার সাথে এইচডিআর, লাইভ ফটো, পিডিএএফ, এআই সুপার ওয়াইড-এঙ্গেল, পোর্ট্রেট মোড, এআই পোর্ট্রেট ফ্রেমিং, ডক মোড, প্রফেশনাল মোড, এআর স্টিকারস, এআই ফেস বিউটি, ভিডিও ফেস বিউটি, টাইম ল্যাপস, স্লো-মোশন প্রভৃতি ফিচার দেওয়া হয়েছে। ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে।

Vivo S1 দাম ও অফার :

ভারতে Vivo S1 এর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১৭,৯৯০ টাকা। আবার ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম যথাক্রমে ১৮,৯৯০ টাকা এবং ১৯,৯৯০ টাকা।

Amazon প্রোডাক্ট কিনতে এখানে ক্লিক করুন

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন