Vivo V21 দুর্দান্ত সেলফি ক্যামেরা সহ ২৭ এপ্রিল ভারতে আসছে, জানুন দাম
Vivo V21 সিরিজ আগামী ২৭ এপ্রিল ভারতে লঞ্চ হতে পারে। কোম্পানির তরফে এ বিষয়ে কিছু না জানানো হলেও, ইন্ডাস্ট্রিয়াল সোর্স...Vivo V21 সিরিজ আগামী ২৭ এপ্রিল ভারতে লঞ্চ হতে পারে। কোম্পানির তরফে এ বিষয়ে কিছু না জানানো হলেও, ইন্ডাস্ট্রিয়াল সোর্স থেকে এই খবর পাওয়া গেছে। উল্লেখ্য ভিভো ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে তারা ওই দিন মালয়েশিয়ায় Vivo V21 ও Vivo V21e ফোন দুটি লঞ্চ করবে। তবে ভারতে এই সিরিজের তিনটি ফোন আসবে বলে জল্পনা চলছে - Vivo V21, Vivo V21 SE, Vivo V21 Pro।
আজ মানিকন্ট্রোল এর একটি প্রতিবেদনে ভিভো ভি২১ সিরিজের ভারতে আগমনের তারিখ জানানো হয়েছে। তারা বলেছে, ভিভো ২৭ এপ্রিল ভারতে তাদের নতুন ভি সিরিজ ফোন লঞ্চ করতে তোড়জোড় শুরু করেছে। খুব শীঘ্রই এই ফোনটির টিজার কোম্পানি প্রকাশ করবে। তারা ইন্ডাস্ট্রিয়াল সোর্স থেকে এই খবর পেয়েছে।
পাশাপাশি তারা আরও জানিয়েছে, Vivo V21 ফোনের ফ্রন্ট ক্যামেরায় আই অটো ফোকাস সহ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচার থাকবে। এই ফোনের দাম ২৫,০০০ টাকার কম রাখা হবে।
এদিকে ভিভো মালয়েশিয়ায় ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল, Vivo V21 সিরিজ AMOLED টিয়ার ড্রপ নচ ডিসপ্লে সহ আসবে। এই সিরিজের টপ বেজেলে ডুয়েল ফ্রন্ট ফেসিং সফ্ট এলইডি ফ্ল্যাশ থাকবে। যারফলে লো লাইটেও দুর্দান্ত সেলফি নেওয়া যাবে।
আবার ভিভো ভি২১ সিরিজের ফোনগুলির পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৬৪ মেগাপিক্সেল। যার সাথে OIS সাপোর্ট করবে। এই ফোনগুলির ব্যাক প্যানেলে গ্লাস ব্যাক সহ ম্যাট ফিনিশ থাকবে।
ফোনগুলি ৮ জিবি র্যাম সহ পাওয়া যাবে। ফোনগুলি প্রয়োজনে ৩ জিবি র্যাম অতিরিক্ত ব্যবহার করতে পারবে। ভিভো-র তরফে জানানো হয়েছে, ভি২১ সিরিজের ফোনগুলি 5G সাপোর্ট সহ পাতলা হবে।