Vivo X200 Pro India Launch BIS

ফিচারে ঠাসা ভিভো এক্স২০০ ও ভিভো এক্স২০০ প্রো এই মাসেই ভারত সহ বিভিন্ন দেশে লঞ্চ হচ্ছে

Vivo X200 Pro India Launch Date - ভিভো এক্স২০০ ও ভিভো এক্স২০০ প্রো স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৫ প্রি-ইনস্টল আছে। এগুলিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই সিরিজের সাথে ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের প্রতিদ্বন্দ্বিতা চলবে।

Suman Patra 6 Nov 2024 1:50 PM IST

গত ১৪ অক্টোবর চীনে লঞ্চ হয় ভিভো এক্স২০০ সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি ফোন আসে - ভিভো এক্স২০০, ভিভো এক্স২০০ প্রো এবং ভিভো এক্স২০০ প্রো মিনি। এগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর সহ আসা প্রথম স্মার্টফোন। এবার এই ডিভাইসগুলি চীনের বাইরে আসতে চলেছে। ইতিমধ্যেই ভিভো এক্স২০০ ও ভিভো এক্স২০০ প্রো বেশ কয়েকটি দেশের সার্টিফিকেশন সাইটের অনুমোদন পেয়েছে। আজ আবার এদেরকে ভারতের BIS ও থাইল্যান্ডের NBTC সহ বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে।

Vivo X200 ও Vivo X200 Pro গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে

কিছুদিন আগে ভিভো এক্স২০০ ও ভিভো এক্স২০০ প্রো ফোন দুটির গ্লোবাল ভ্যারিয়েন্টকে ইউরোপের ইসিসি, মালয়েশিয়ায় এসআইআরআইএম, ইন্দোনেশিয়ায় টিকেডিএন সার্টিফিকেশন সাইটে যথাক্রমে V2415 ও

V2413 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হতে দেখা যায়। আজ আবার একই মডেল নম্বর সহ ডিভাইস দুটি ব্লুটুথ এসআইজি, থাইল্যান্ডের এনবিটিসি ও ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। ফলে ফোন দুটি দ্রুত বিভিন্ন দেশে লঞ্চ হবে।

যদিও দুর্ভাগ্যবশত এই সার্টিফিকেশন সাইটগুলি থেকে ভিভো এক্স২০০ ও ভিভো এক্স২০০ প্রো এর কোনো স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে আমাদের অনুমান মডেলগুলির গ্লোবাল ভ্যারিয়েন্টের ফিচার চীনা ভ্যারিয়েন্টের মতো হবে। এদিকে ভিভো এক্স প্রো মিনি মডেলকে এখনও কোথাও দেখা যায়নি। সম্ভবত এই কম্প্যাক্ট ডিজাইনের ফোনটি চীনের বাইরে পাওয়া যাবে না। যদিও এত তাড়াতাড়ি এমন মন্তব্য করা সঠিক হবে না।

উল্লেখ্য, ৯১মোবাইলস কয়েকদিন আগে জানিয়েছিল যে, ভারতে ভিভো এক্স২০০ ও ভিভো এক্স২০০ প্রো নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে লঞ্চ হবে। তার আগেই ভারতীয় সার্টিফিকেশন সাইটে উপস্থিত হওয়ার অর্থ এগুলি দ্রুত এদেশে পা রাখবে। আশা করা যায়, কিছু দিনের মধ্যেই ভিভো ইন্ডিয়ার টিম এদের টিজার প্রকাশ করতে শুরু করবে।

উল্লেখ্য, ভিভো এক্স২০০ ও ভিভো এক্স২০০ প্রো স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ১৫ প্রি-ইনস্টল আছে। এগুলিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই সিরিজের সাথে ওপ্পো ফাইন্ড এক্স৮ সিরিজের প্রতিদ্বন্দ্বিতা চলবে।

Show Full Article
Next Story