Xiaomi 12 ও Redmi K50 সিরিজের সমস্ত ফোনের মডেল নম্বর ফাঁস, থাকবে Dimensity 2000 প্রসেসর

xiaomiui-এর রিপোর্ট অনুযায়ী, L10 মডেল নম্বরটি Redmi K50 সিরিজের একটি ফোনের

xiaomi-12-redmi-k50-series-model-number-leaked-along-with-processor

শাওমি এবং তার সাব-ব্র্যান্ড রেডমি দু’জনেই পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে প্রস্তুত। যা Xiaomi 12 সিরিজ এবং Redmi K50 সিরিজ হিসেবে বাজারে পা রাখবে বলেই মনে করা হচ্ছে৷ ডিভাইসগুলি কোন কোন মডেল নম্বরের সাথে আসবে, এবার সেই সম্বন্ধীয় তথ্য সামনে এসেছে। একইসঙ্গে জানা গিয়েছে কয়েকটি ফোনের চিপসেট সম্পর্কে৷ উল্লেখ্য, Xiaomi 12 ও Redmi K50 সিরিজ যথাক্রমে Mi 11 ও Redmi K40 সিরিজের উত্তর উত্তরসূরী হবে।

Xiaomi 12 ও Redmi K50 সিরিজের মডেল নম্বর ফাঁস

Bald Panda বলে পরিচিত এক চীনা টিপস্টার শাওমি ১২ ও রেডমি কে৫০ সিরিজের হাই-এন্ড ফোনগুলির মডেল নম্বর এবং আরও কয়েকটি অজানা ফোনে ব্যবহৃত প্রসেসরের তথ্য সামনে এনেছে।

Xiaomi 12 Series

Xiaomi 12 Ultra – L1

Xiaomi 12 Pro – L1a

Xiaomi 12 – L2

Redmi K50 Series – L10, L10a, L11, L11r

এছাড়াও শাওমির চারটি অজানা স্মার্টফোনের বিষয়ে জানা গিয়েছে – L9 (Snapdragon 778+), L9b (Snapdragon 778+), L3 (Snapdragon 870), এবং L3a (Snapdragon 870)৷ আবার xiaomiui-এর রিপোর্ট অনুযায়ী, L10 মডেল নম্বরটি Redmi K50 সিরিজের একটি ফোনের। যার কোডনাম Matisse। এতে MediaTek Dimensity 2000 প্রসেসর থাকবে।

এই প্রসেসরটি আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ হবে এবং এখনও পর্যন্ত মিডিয়াটেকের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসেবে আসবে। সম্ভবত এটি ৪এনএম প্রসেস নির্মিত হবে। সেক্ষেত্রে রেডমি কে৫০ সিরিজে এই প্রসেসর প্রথম দেখা যেতে পারে।

টেকগাপে শুভ্রর প্রথম প্রযুক্তি বিষয়ক লেখায় হাতেখরি৷ স্নাতক স্তরের পড়াশোনার পাশাপাশি এখানেই চলতে থাকে শুভ্রর লেখালেখি৷ কলেজের অধ্যায় শেষ হওয়ার পর শুভ্র এখন টেকগাপের কনটেন্ট টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য৷