OnePlus কে টেক্কা দিতে 14 মে শাওমি লঞ্চ করবে Redmi X

বাজেট স্মার্টফোন কোম্পানি Xiaomi এবার প্রিমিয়াম ফোন লঞ্চ করার কথা ভাবছে। জানা গেছে কোম্পানির রেডমি সিরিজের প্রথম প্রিমিয়াম ফোন Redmi X 14 মে চীনে লঞ্চ করবে। কোম্পানির জেনারেল ম্যানেজার লু উইবিং ইতিমধ্যে ঘোষণা করেছেন এই ফোনে কোয়ালকমে স্ন্যাপড্রাগন 855 প্রসেসর থাকবে।

আপনাদের জানিয়ে রাখি স্ন্যাপড্রাগন 855 প্রসেসর 5G কানেক্টিভিটির সাথে এসেছে। কয়েকটি সাইটে দাবি করা হয়েছে Redmi X ফোনটি ভারতে Poco F2 নামে লঞ্চ হবে। এই ফোনে পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হবে । এর আগে Oppo ও Vivo তাদের ফোনে এই ক্যামেরা ব্যবহার করেছিলো। এছাড়াও এই ফোনটিতে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে।

Redmi X সম্ভাব্য ফিচার :

এই ফোন সম্পর্কে এখনো কোনো বিশেষ তথ্য পাওয়া যায়নি। তবে জিএসএম আরিনা থেকে জানা গেছে ফোনটি স্ন্যাপড্রাগন 855 চিপসেটের সাথে লঞ্চ হতে পারে। ডিসপ্লের কথা বললে এই ফোনে 6.39 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়াও ফটোগ্রাফির জন্য এই ফোনে 48 + 8 + 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। রেডমি এক্স 6 জিবি ও 8 জিবি র‍্যামের সাথে আসার সম্ভাবনা। এছাড়াও এই ফোনে 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

খবরটি ভালো লাগলে শেয়ার করুন

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন