ZTE Yuanhang 10 5G ডাইমেনসিটি ৭০০ প্রসেসর এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল

zte-yuanhang-10-with-90hz-display-dimensity-700-and-16mp-triple-cameras-launched

ZTE বেশ নিঃশব্দে একটি নতুন 5G ফোন লঞ্চ করলো৷ যার নাম ZTE Yuanhang 10৷ সাশ্রয়ী দামে বাজারে আসা এই 5G স্মার্টফোনের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে হাই রিফ্রেশ রেটযুক্ত স্ক্রিন, ১৬ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং দীর্ঘক্ষণ ব্যবহারের উপযুক্ত ব্যাটারি৷ ফোনটি আপাতত ZTE-এর ঘরেলু মার্কেটে উপলব্ধ এবং স্মার্টফোনটির ইংরেজি নাম কি হতে চলেছে, তা এখনও অজানা৷

ZTE Yuanhang 10 : স্পেসিফিকেশন ও ফিচার

ZTE Yuanhang 10 স্মার্টফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চি আইপিএস এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এটি এইচডি+ রেজোলিউশন (১৬০০ x ৭২০ পিক্সেল) ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে৷ আবার এতে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটি ৭০০ প্রসেসর। ফোনে ৪ জিবি নাকি ৬ জিবি র‌্যাম রয়েছে, তা স্পষ্ট নয় তবে ভার্চুয়াল র‌্যাম হিসেবে এটি ২ জিবি স্টোরেজ ব্যবহার করতে পারবে বলে জানা গিয়েছে৷ ফোনে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে৷

ZTE Yuanhang 10-এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা পাওয়া যাবে৷ যেগুলি হল ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৫ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা + ডেপ্থ অফ ফিল্ড লেন্স৷ রিয়ার ক্যামেরা ভিডিও অ্যান্টি-শেক, স্মার্ট ভ্লগিং, এআই ভয়েস সাবটাইটেল সহ বিভিন্ন ক্যামেরা ফিচার অফার করবে৷ ফোনের সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা৷

ZTE Yuanhang 10 স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মাইওএস ১১ কাস্টম স্কিন সহ এসেছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি পাওপ যাবে৷ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করা হয়েছে৷

ZTE Yuanhang 10: দাম

ZTE Yuanhang 10-এর দাম ১,২৯৮ ইউয়ান (১৪,৯২৬ টাকা) এবং আগামী ৯ মে থেকে চিনে এর সেল শুরু হবে৷ এটি রক রিজ, গ্রে, ব্লু, ওয়েভ, ও আইরিস গ্রীন কালার অপশনে পাওয়া যাবে৷ ফোনটি অন্যান্য দেশে কবে লঞ্চ হবে, তা জানা যায়নি৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

টেকগাপে শুভ্রর প্রথম প্রযুক্তি বিষয়ক লেখায় হাতেখরি৷ স্নাতক স্তরের পড়াশোনার পাশাপাশি এখানেই চলতে থাকে শুভ্রর লেখালেখি৷ কলেজের অধ্যায় শেষ হওয়ার পর শুভ্র এখন টেকগাপের কনটেন্ট টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য৷