Ayushman Bharat: পাওয়া যাবে ৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক বীমা, এভাবে অনলাইনে আবেদন করুন PMJAY প্রকল্পে

ভারতের নাগরিকদের সুবিধার জন্য বর্তমানে কেন্দ্র সরকারের একাধিক স্কিম বা প্রকল্প উপলব্ধ রয়েছে যাতে বিনামূল্যে রেশন, বীমার সুবিধা, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিভিন্ন ধরণের পরিষেবা পাওয়া…

ভারতের নাগরিকদের সুবিধার জন্য বর্তমানে কেন্দ্র সরকারের একাধিক স্কিম বা প্রকল্প উপলব্ধ রয়েছে যাতে বিনামূল্যে রেশন, বীমার সুবিধা, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিভিন্ন ধরণের পরিষেবা পাওয়া যায়। এরকমই একটি সরকারি স্কিম হল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana) বা PMJAY (পিএম-জয়)। এটি কেন্দ্রের স্বাস্থ্যসেবা কর্মসূচিগুলির মধ্যে একটি যা ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক চালু হয়েছিল। সুবিধা বলতে, এই প্রকল্পে বয়স বা পরিবারের আকার নির্বিশেষে সমস্ত সুবিধাবঞ্চিত পরিবার এবং ৫০ কোটিরও বেশি ভারতীয়কে, টার্সারি এবং সেকেন্ডারি হাসপাতালে ভর্তির জন্য প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ বীমা কভারেজ অফার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সোজা ভাষায় বললে, নাগরিকদের চিকিৎসার জন্য সরকার বছরে ৫ লাখ টাকা অবধি বীমা খরচ প্রদান করবে। এতে প্রকল্পের সাথে যুক্ত পরিবারগুলি সহজেই সর্বোচ্চ মানের চিকিৎসা পাবেন৷

সেক্ষেত্রে আপনি যদি আয়ুষ্মান ভারতের এই পিএম-জয় প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন, এই প্রকল্পের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার পাঁচটি নথি অবশ্যই প্রয়োজন হবে। আবার প্রকল্পে আবেদন করা যাবে ঘরে বসেই; নির্দিষ্ট পাঁচটি স্টেপ অনুসরণ করলেই আপনি আয়ুষ্মান ভারত যোজনার তালিকায় নাম সংযুক্ত করতে পারবেন। তাহলে আসুন, এখন দেখে নিই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আবেদন কীভাবে করা যাবে এবং এর জন্য কী কী তথ্য লাগবে…

PMJAY প্রকল্পের জন্য এই সমস্ত নথি প্রয়োজন

১. প্যান বা আধার কার্ড (বয়স এবং পরিচয় যাচাইকরণের জন্য),

২. ফোন, ঠিকানা এবং ইমেইল,

৩. কাস্ট (Caste) বা জাতির শংসাপত্র,

৪. আয়ের শংসাপত্র (সর্বোচ্চ বার্ষিক আয়ের সীমা হতে হবে ৫ লক্ষ টাকা পর্যন্ত),

৫. পরিবার যৌথ কিনা তার অবস্থার ডকুমেন্টেশন।

PMJAY প্রকল্পে এভাবে অনলাইনে আবেদন করুন

১. আয়ুষ্মান ভারত ওয়েবপেজে (https://mera.pmjay.gov.in/search/login) যান।

২. ওটিপি (OTP) জেনারেট করতে মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড এন্টার করুন। তারপর ‘জেনারেট ওটিপি’ বাটনে ক্লিক করুন।

৩. মোবাইলে ওটিপি এলে তা নির্দিষ্ট স্থানে এন্টার করুন।

৪. এখন প্রদত্ত জায়গায় আপনার নাম, রাজ্য, রেশন কার্ড নম্বর এবং মোবাইল নম্বর লিখুন।

৫. এক্ষেত্রে আপনার পরিবার আয়ুষ্মান ভারত যোজনার জন্য যোগ্য হলে, আপনার নাম তালিকায় উপস্থিত হবে এবং আপনি যাবতীয় পরিষেবা উপভোগ করতে পারবেন।