স্পেশাল ডিজাইনের ASUS ROG Phone 6 Batman Edition বাজারে আসছে, ফাঁস হল ছবি

ASUS বর্তমানে নতুন ROG Phone 6D সিরিজ লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই আপকামিং সিরিজের অধীনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর সহ দুটি নতুন গেমিং স্মার্টফোন…

ASUS বর্তমানে নতুন ROG Phone 6D সিরিজ লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই আপকামিং সিরিজের অধীনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর সহ দুটি নতুন গেমিং স্মার্টফোন আত্মপ্রকাশ করতে পারে, যথা – ROG Phone 6D এবং 6D Ultimate। পাশাপাশি, সংস্থাটি ROG Phone 6 মডেলের একটি বিশেষ ভ্যারিয়েন্টও উন্মোচন করতে পারে, যা ROG Phone 6 Batman Edition নামে বাজারজাত হবে বলে জানা যাচ্ছে৷ যদিও, ASUS এই ‘স্পেশাল এডিশন’ গেমিং ফোনটির আগমন বা ফিচার সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য এখনো ঘোষণা করেনি। তবে সম্প্রতি একটি গ্যাজেট ডিসকভারি সাইটের দৌলতে আলোচ্য হ্যান্ডসেটের রেন্ডার অনলাইনে ফাঁস হয়ে গেছে। যার দরুন আনুষ্ঠানিক লঞ্চের আগেই এই ‘Batman’ এডিশন ফোনের ডিজাইন কিরূপ হবে বা এটির সম্ভাব্য ফিচার-তালিকা কেমন হবে তার একটা আভাস আমরা ইতিমধ্যেই পেয়ে গেছে। চলুন আসন্ন ASUS ROG Phone 6 Batman Edition -এর ডিজাইন রেন্ডার, স্পেসিফিকেশন সহ অন্যান্য বিশদগুলি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক…

আসুস আরওজি ফোন ৬ ব্যাটম্যান এডিশন -এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ডিজাইন – ASUS ROG Phone 6 Batman Edition’s expected Specifications & Design

টিপস্টার ইভান ব্লাসের (Evan Blass) সহযোগিতায় গ্যাজেট ডিসকভারি সাইট 91mobiles সম্প্রতি একটি রিপোর্ট শেয়ার করেছিল। যেখানে, আসুস আরওজি ফোন ৬ গেমিং ফোনের এই বিশেষ সংস্করণটি কিছু পরিবর্তিত ডিজাইন এবং সফ্টওয়্যার-ফ্রন্ট সহ আসবে বলে দাবি করা হয়েছে। এক্ষেত্রে, ডিভাইসটি হয়তো DC (ডিটেকটিভ কমিকস) সুপারহিরো দ্বারা অনুপ্রাণিত কয়েকটি সফ্টওয়্যার-বেসড থিম এবং স্কিন পেতে পারে। একই সাথে, ফোনটিকে সম্পূর্ণ ‘জেড ব্ল্যাক’ রঙে নিয়ে আসা হবে এবং রিয়ার প্যানেলে কিছু ‘গ্রাফিক অ্যাকসেন্ট’ অর্থাৎ গ্রাফিকাল স্টাইলের লেখা দেখা যাবে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

আসুস আরওজি ফোন ৬ ব্যাটম্যান এডিশন -কে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসরের সাথে নিয়ে আসা হবে, যা সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ আরওজি ফোন ৬ এবং ৬ প্রো মডেলেও থাকবে। ফলে, এই বিশেষ সংস্করণটি স্ট্যান্ডার্ড মডেলগুলির মতোই এক সমান স্পেসিফিকেশন অফার করবে বলেই মনে হচ্ছে। যার মানে, আরওজি ফোন ৬ মডেলের এই ‘ব্যাটম্যান’ এডিশনে – কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন সহ একটি ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকবে, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক আরওজি ইউআই (ROG UI) কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য, ASUS ROG Phone 6 Batman Edition ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে। এক্ষেত্রে, আরওজি ফোন ৬ -এর মতোই এই বিশেষ সংস্করণের ক্যামেরা মডিউলেও থাকতে পারে – ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার৷ আবার, ডিভাইসের সামনে একটি ১২ মেগাপিক্সেলের Sony IMX663 সেলফি ক্যামেরাও দেখা যেতে পারে।

থার্মাল ম্যানেজমেন্টের জন্য আলোচ্য গেমিং হ্যান্ডসেটে একাধিক স্তর এবং কম্পোনেন্ট উপস্থিত থাকবে, যেমন – একটি ভেপার চেম্বার, বড় গ্রাফাইট শীটের দুটি স্তর, ইত্যাদি। আসুস বেশ কিছু আনুষাঙ্গিক বা অ্যাক্সেসরিজও অফার করবে এই ফোনটির সাথে, যেমন – অ্যারোঅ্যাকটিভ কুলার ৬ (AeroActive Cooler 6) ফ্যান। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হতে পারে। মূল আরওজি ফোন ৬ ফোনের ওজন প্রায় ২২৮ গ্রাম এবং এটি ১০.৩৯ মিমি পুরু। ফলে আমরা আশা করতে পারি যে, আসন্ন ASUS ROG Phone 6 Batman Edition -এর পরিমাপ এবং ওজনও অনুরূপ হবে।

WhatsApp Follow Button

Tech Gup এখন

হোয়াট্‌সঅ্যাপেও

WhatsApp Logo ফলো করুন