TVS Apache RTR 160 2V ভারতের পর এবার বাংলাদেশে ABS প্রযুক্তির সাথে লঞ্চ হল, দাম জেনে নিন

Avatar

Published on:

TVS Apache RTR 160 2V with ABS launched in Bangladesh

ভারতের আইকনিক টু-হুইলার ব্র্যান্ড টিভিএস মোটর (TVS Motor) আজ বাংলাদেশে তাদের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল Apache RTR 160 2V নতুন ফিচারের সাথে লঞ্চ করল। বাইকচালকের সুরক্ষার কথা মাথায় রেখে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম প্রযুক্তি-সহ বাংলাদেশের বাজারে পা রেখেছে এটি। রাস্তায় চালানোর সময় বেশি গ্রিপ পেতে পেছনে চওড়া টায়ার দেওয়া হয়েছে এতে। আবার সুরক্ষা এবং উন্নত হ্যান্ডলিং এর জন্য সিংক্রো স্টিফ চ্যাসিসের উপর নির্মিত TVS Apache RTR 160 2V। এক কথায়, ভারতের বাজারে উপলব্ধ Apache RTR 160 এর 2V ভার্সনই সিঙ্গেল চ্যানেল এবিএস দিয়ে প্রতিবেশী দেশে লঞ্চ করেছে টিভিএস।

বাংলাদেশ স্পেসিফিক Apache RTR 160 2V-তে রয়েছে ১৫৯.৭ সিসি ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। এর সাথে সিঙ্গেল ওভারহেড ক্যামশ্যাফ্ট সহ দুটি ভাল্ভ হেড সংযুক্ত। ইঞ্জিনটি থেকে ৮,০০০ আরপিএম গতিতে ১৪.১৪ পিএস শক্তি এবং ৬,৭৫০ আরপিএম গতিতে ১৩.০৩ এনএম টর্ক উৎপন্ন হবে। সাথে ৫-স্পিড গিয়ারবক্স। মোটরসাইকেলটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১০ কিমি স্পর্শ করবে বলে দাবি করেছে টিভিএস।

ব্রেকিংয়ের জন্য সামনের চাকায় রয়েছে ২৭০ মিমি ডিস্ক ব্রেক এবং পেছনে ১৩০ মিমি ড্রাম ব্রেক। এটা কিক এবং ইলেকট্রিক স্টার্টার উভয় ব্যবস্থা রয়েছে। ১৭ ইঞ্চির অ্যালয় হুইলের সামনে ৯০/৯০ এবং পেছনে ১১০/৮০ টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। ফিচারের তালিকায় রয়েছে অ্যানালগ ট্যাকোমিটার যুক্ত একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি ডিআরএল সহ হেডল্যাম্প এবং এলইডি টেলল্যাম্প। ম্যাট ব্লু, গ্লস ব্ল্যাক এবং ম্যাট রেড – এই তিনটি রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে TVS Apache RTR 160 2V।

অ্যাপাচি আরটিআর ১৬০ ২ভি-র রেস এডিশন মডেলের দাম বাংলাদেশে ২,০৯,৯০০ টাকা রাখা হয়েছে । ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,৬১,৮৯১ টাকা। বাইকটি লঞ্চের প্রসঙ্গে টিভিএস মোটরের আন্তর্জাতিক ব্যবসার সহ-সভাপতি রাহুল নায়েক বলেন, “আমরা বাংলাদেশে TVS Apache RTR 160 2V-তে এবিএস যুক্ত করতে পেরে আনন্দিত। চালক বাইকটির সক্ষমতা উপলব্ধি করতে পারবেন এবং এবিএস টেকনোলজির সাথে অত্যন্ত সুরক্ষা ও স্থিতিশীলতার অভিজ্ঞতা পাবেন। বাংলাদেশ টিভিএস মোটরের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এবং আমাদের লক্ষ্য সর্বাধুনিক প্রযুক্তির সাথে স্টাইলিশ এবং পারফরম্যান্স নির্ভর প্রোডাক্ট সে দেশের গ্রাহকদের জন্য নিয়ে আসা।”

অন্যদিকে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জে একরাম হুসেইন বলেন, “TVS Apache RTR 160 2V হল সবচেয়ে ভালোবাসার মোটরসাইকেল। অনন্য আগ্রাসী স্টাইলের জন্য বাংলাদেশী গ্রাহকরা এটি ভীষণ পছন্দ করেন। এবিএস প্রযুক্তি সহ আসার কারণে রাইডাররা অতিরিক্ত সুরক্ষা পাবেন। স্টাইলিশ ফিচার টিভিএসএম ব্র্যান্ডের মান, পারফরম্যান্স এবং এখন এবিএস প্রযুক্তি নিশ্চিত করে। এটি বাংলাদেশের বাজারে হিট করবে।”

সঙ্গে থাকুন ➥