এবার নিজের সাথেই করা যাবে চ্যাট! WhatsApp আনল মজার ফিচার

Avatar

Published on:

WhatsApp New Feature

গত সেপ্টেম্বর মাসের শুরুতে শোনা যায় যে, WhatsApp, এমন একটি ফিচারের ওপর কাজ করছে, যা ইউজারদের নিজের সাথে (মানে নিজস্ব অ্যাকাউন্টে) মেসেজিং বা চ্যাটিং করার সুবিধা দেবে। সপ্তাহখানেক আগের মিডিয়া রিপোর্টে এই অবাক করা ফিচারের আগমনের ওপর শীলমোহরও দেওয়া হয়। সেক্ষেত্রে সমস্ত জল্পনাকে সত্যি করে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি অতিসম্প্রতি এই নতুন অপশনটি চালু করেছে। হ্যাঁ, এই মুহূর্তে WhatsApp-এর অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে ‘Message Yourself’ নামে একটি নতুন অপশন দেখা যাচ্ছে, যার মাধ্যমে ইউজাররা নিজেই নিজেকে মেসেজ করতে পারবেন।

WhatsApp-এ নিজের সাথেই করুন চ্যাট, তাও অন্য নম্বর ব্যবহার না করেই

সাধারণত কোনো বিশেষ প্রয়োজন পড়লে আমরা নিজেরই অন্য ফোন নম্বর বা অ্যাকাউন্ট ব্যবহার করে হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি করি। তবে প্ল্যাটফর্মটির নয়া ‘মেসেজ ইওরসেল্ফ’ ফিচারের কারণে অন্য কোনো ফোন নম্বর, অ্যাকাউন্ট এমনকি ডিভাইসের ব্যবহার ছাড়াই নিজের অ্যাকাউন্টে মেসেজ করার সুবিধা পাবেন ইউজাররা। এতে ইনবিল্ট বা বিভিন্ন থার্ড পার্টি নোট অ্যাপ ছাড়াও হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় কিছু জিনিস লিখে রাখা বা জরুরি কিছু বিষয় মেসেজ আকারে সেভ করা যাবে, আর এইসব ডেটা অ্যাক্সেস করা বা চোখে পড়ার ব্যাপারটিও বেশ সহজ হয়ে যাবে।

এই প্রসঙ্গে বলে রাখি, আপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্যই এই ‘মেসেজ ইওরসেল্ফ’ ফিচারটি চালু করা হয়েছে; তাই কেবল নির্বাচিত ইউজাররাই এর সুবিধা উপভোগ করতে পারবেন। তবে আমাদের টেকগাপের কিছু মেম্বার হোয়াটসঅ্যাপের স্টেবল ভার্সনেও এই ফিচার দেখতে পেয়েছেন। সেক্ষেত্রে আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহার করেন, তাহলে আপনাকে অ্যাপটি ২.২২.২৪.৯ ভার্সনে আপডেট করতে হবে।

অ্যান্ড্রয়েড বিটা থেকে এই সব ফিচার সরিয়েছে WhatsApp

উল্লেখ্য, শুধু নতুন ফিচার প্রবর্তন নয় বরঞ্চ কিছু বিদ্যমান ফিচার অ্যান্ড্রয়েড বিটা প্ল্যাটফর্ম থেকে সরিয়েও দিয়েছে হোয়াটসঅ্যাপ। যেমন কিছুদিন আগে পর্যন্ত স্ট্যাটাস আপলোড করার সাময়িকভাবে (temporarily) কন্ট্যাক্ট সেটিং বদল করার সুযোগ মিলত, এতে সেট রাখা প্রাইভেসি সেটিংয়ে কোনো প্রভাব পড়ত না। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই সুবিধা আর অ্যাক্সেস করা যাচ্ছেনা। অন্যদিকে পুজোর আগে বিটা ইউজাররা ইনস্টাগ্রাম (Instagram) বা ফেসবুক (Facebook)-এর মত কারো স্ট্যাটাস তার প্রোফাইল ফটোর চারপাশে একটি সবুজ রঙের বৃত্তের আকারে দেখতে পাচ্ছিলেন। এখন, এই ফিচারটিরও দেখা মিলছেনা!

সঙ্গে থাকুন ➥