দেশের বাইরেও ভাইরাল ভারতীয় অ্যাপ Koo, লঞ্চের ৪৮ ঘন্টার মধ্যে পেল ১০ লক্ষ ব্যবহারকারী

Published on:

Koo App Download Touch 10 Lakhs in Brazil

দেশীয় মাইক্রোব্লগিং অ্যাপ কু (Koo) এখন ব্রাজিলে দাপিয়ে বেড়াচ্ছে। দক্ষিণ আমেরিকার এই দেশে লঞ্চের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ১০ লাখেরও বেশি ব্যবহারকারী Koo অ্যাপটি ডাউনলোড করেছেন। অ্যাপটিকে ব্রাজিলে পর্তুগিজ ভাষায় চালু করা হয়েছিল এবং এখন এটি ১১টি স্থানীয় ভাষায় উপলব্ধ। গত কয়েক দিন ধরে, Koo অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয় জায়গায় এক নম্বর স্থান দখল করে আছে

৪৮ ঘন্টায় ২ মিলিয়ন Koo পোস্ট করল ব্রাজিলের মানুষ

৪৮ ঘন্টার মধ্যে ব্রাজিলে ২ মিলিয়ন পোস্ট এবং ১০ মিলিয়ন লাইক পেয়েছে Koo। বলাই বাহুল্য, অ্যাপটি সে দেশের মানুষের হৃদয় জয় নিয়েছে। ডেভেলপাররা ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, শীঘ্রই তারা টুইটার থেকে সমস্ত টুইটগুলি Koo অ্যাকাউন্টে আনার সুবিধা দেবে। অর্থাৎ, আগামী দিনে আপনি আপনার টুইটার অ্যাকাউন্টের ডেটা Koo অ্যাপে স্থানান্তর করতে সক্ষম হবেন।

ব্রাজিলে সাফল্যের পর কু অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা মায়াঙ্ক বিদাওয়াটকা বলেন, “আমরা দেখেছি যে গত ৪৮ ঘণ্টায় ১০ লাখেরও বেশি ব্রাজিলীয় ব্যবহারকারী কু অ্যাপে যোগ দিয়েছেন। ব্রাজিলের বেশিরভাগ মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে। আর এই কারণেই কু অ্যাপ ব্রাজিলের একটি অত্যন্ত বিখ্যাত ব্র্যান্ডে পরিণত হয়েছে, যার ফ্যান ফলোয়িং অবিশ্বাস্য। প্রযুক্তিপণ্যের দুনিয়ায় ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ মুভমেন্ট চালু করতে পেরে আমরা গর্বিত। আমরা ব্রাজিলকে ভারতীয় অ্যাপের জন্য পাগল করে তুলেছি। “

সঙ্গে থাকুন ➥