Social Media: ছবি পোস্ট করতেই পুলিশ ধরে নিয়ে গেল যুবক কে, আপনি ফেসবুকে এই ভুল করছেন না তো?

Published on:

Mathura Boys Jail make mistakes on Facebook Social Media

ডিজিটাল দুনিয়ায় বা বলা ভালো সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে খুব সতর্ক থাকা উচিত। কারণ সামাজিক মাধ্যমগুলিতে আপনার কোনো মন্তব্য, ফটো বা ভিডিও চাইলেই যেকেউ শেয়ার করতে পারে (সম্প্রতি কিছু প্রাইভেসি ফিচার এসেছে)। আর তা যদি হিংসাত্মক, দেশবিরোধী বা অসামাজিক কার্যকলাপ কে প্রচার করে, তাহলে আপনাকে জেলের হাওয়া খেতে হতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মথুরার এক যুবককে জেলে যেতে হয়েছে। তিনি পিস্তল হাতে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই কারণে আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারকারী হন, তাহলে আপনারও কিছু দায়িত্ব থেকে যায়। নচেৎ একটি ছোট্ট ভুলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। আসুন জেনে নেওয়া যাক সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় কোন কোন ভুলগুলি আপনাকে জরিমানাসহ জেলেও পাঠাতে পারে।

ভারতে কঠোর আইন আছে

সোশ্যাল মিডিয়ায় সাইবার আইন ভাঙার জন্য ভারতে কড়া আইন রয়েছে। এদেশে বাক স্বাধীনতা থাকলেও, এর একটা সীমাও আছে। খেয়াল রাখতে হবে, আপনার কোনও পোস্ট যেন অন্যের অনুভূতিতে আঘাত না হানে। এছাড়াও, আপনার কোনো পোস্ট দ্বারা কারো ধর্মীয় ভাবাবেগ কে আঘাত করা উচিত নয়। আপনি যদি এমন কিছু পোস্ট করেন যা সাইবার আইন লঙ্ঘন করছে, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন।

ভারতীয় তথ্য প্রযুক্তি আইন-২০০০ অনুযায়ী, এক্ষেত্রে আপনার ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ও যাবজ্জীবন কারাদন্ড হতে পারে। এই আইনে‌ বলা হয়েছে, কারো অ্যাকাউন্ট হ্যাক করা, শিশু পর্নোগ্রাফি দেখা বা তৈরি করা, আর তা নিজের কাছে সুরক্ষিত রাখা বা কারও কাছে পাঠানো, কারও পরিচয় ব্যবহার করা এবং বাক স্বাধীনতা লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ।

সোশ্যাল মিডিয়ায় এই ভুল করবেন না

সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করার সময় প্রথমেই মাথায় রাখতে হবে আপনি কী শেয়ার করছেন? আপনার লেখাটি কি সঠিক? আপনার পোস্টটি কি কারও অনুভূতি বা সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করবে? এছাড়াও, আপনি কোনও অস্ত্র বা পর্নোগ্রাফি কনটেন্ট শেয়ার করছেন না তো? কারণ এগুলি দণ্ডনীয় অপরাধ।

সঙ্গে থাকুন ➥