চোরেদের কাছে সাক্ষাৎ যম, এই ছোট্ট যন্ত্রটি গাড়ি-বাইকে লাগালে কাছে ঘেঁষবে না

ভারত সহ গোটা বিশ্বজুড়ে ক্রমশ গাড়ি চোরদের দৌরাত্ম্য বাড়ছে। অপরাধীরা নিত্যনতুন কৌশলে দামি গাড়ি এবং বাইক চুরি করে নিয়ে যাচ্ছে। ফলে বহুমূল্যবান গাড়ি বা বাইকের…

ভারত সহ গোটা বিশ্বজুড়ে ক্রমশ গাড়ি চোরদের দৌরাত্ম্য বাড়ছে। অপরাধীরা নিত্যনতুন কৌশলে দামি গাড়ি এবং বাইক চুরি করে নিয়ে যাচ্ছে। ফলে বহুমূল্যবান গাড়ি বা বাইকের মালিকদের জন্য বিষয়টি খুবই উদ্বেগজনক। সেক্ষেত্রে এখন প্রশ্ন হল, এই ধরনের ঘটনা এড়িয়ে চলার উপায় কী? সেক্ষেত্রে বলি, নিজেদের দামি গাড়ি কিংবা বাইককে সুরক্ষিত রাখতে জিপিএস ট্র্যাকার (GPS Tracker) ব্যবহার করতে পারেন আপনি। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের গাড়ির লাইভ লোকেশন জানতে পারবেন। বলে রাখি, দুর্ঘটনাবশত গাড়ি চুরি হয়ে গেলে এই জিপিএস সিস্টেম মারফত অ্যালার্ম পাওয়া যাবে। তদুপরি, এর মাধ্যমে ড্রাইভিং হিস্ট্রিও অতি অনায়াসে জেনে ফেলা যাবে। আবার বাজারে এমন কিছু জিপিএস ট্র্যাকারও মজুত রয়েছে, যার সাহায্যে দূরবর্তী যে-কোনো জায়গায় থেকে গাড়ির ইঞ্জিনও অতি অনায়াসে বন্ধ করে দেওয়া যেতে পারে। এই প্রতিবেদনে গাড়ি-বাইক মালিকদের জন্য তেমনই পাঁচটি দুর্দান্ত জিপিএস ট্র্যাকারের খোঁজ রইল যা অনলাইনে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উপলব্ধ।

Amazon থেকে অত্যন্ত সস্তায় কিনে নিন এই ৫ টি GPS Tracker

Ajjas – Waterproof GPS Tracker for Bike:

এই দুর্দান্ত জিপিএস ট্র্যাকার ডিভাইসটি বাইক কার এবং বাসের জন্য খুবই উপযুক্ত। তবে অন্যান্য যানবাহনেও এটিকে ব্যবহার করা যেতে পারে। এর সাহায্যে গাড়ির লাইভ লোকেশন খুব সহজে জেনে ফেলা যায়। বলে রাখি, এটি একটি ওয়াটারপ্রুফ ট্র্যাকার; অর্থাৎ, জল পড়লেও ডিভাইসটি খারাপ হওয়ার কোনোও সম্ভাবনা নেই। এই জিপিএস ট্র্যাকারের সাথে ব্যবহারকারীরা সিম ডেটা এবং ফ্রি মোবাইল অ্যাপ্লিকেশন পেতে সক্ষম হবেন। তদুপরি, দুর্ঘটনাবশত গাড়ি চুরি হয়ে গেলে ট্র্যাকারটি অ্যাক্সিডেন্টাল এবং অ্যান্টি-থেফ্ট অ্যালার্টও প্রেরণ করবে। উপরন্তু, এই ডিভাইসটিতে অন-কল ইনস্টলেশন সাপোর্টের সুবিধাও মজুত রয়েছে। অ্যামাজন থেকে এই জিপিএস ট্র্যাকারটি কিনতে হলে১,৭৯০ টাকা খরচ করতে হবে।

Fleettrack – Hidden Water – Resistant GPS Tracker

এই হিডন জিপিএস ট্র্যাকারটি ইতিমধ্যেই গ্রাহকমহলে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। ইঞ্জিন লক সহ আসা এই ডিভাইসটি মূলত বাই সুরক্ষিত রাখতে যথাযথভাবে সাহায্য করবে। দুর্ঘটনাবশত চুরি হয়ে গেলে এটির সাহায্যে বাইকের লাইভ লোকেশনও খুব সহজেই জেনে ফেলা যাবে। সবচেয়ে বড়ো কথা হল, বাইকে এটিকে লাগিয়ে দিলে কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। উল্লেখ্য যে, ডিভাইসটি সম্পূর্ণভাবে জল প্রতিরোধী এবং এটির মাধ্যমে ড্রাইভিং হিস্ট্রিও জানতে পারা যাবে। অ্যামাজনে এই জিপিএস ট্র্যাকারটির দাম ১,৭৯৯ টাকা।

Hirparag GPS Tracker Waterproof Device

এখন অ্যামাজন থেকে এই জিপিএস ট্র্যাকারটি কিনতে হলে ১,৫৯৯ টাকা খরচ করতে হবে। স্কুটার, বাইক, গাড়ি সহ অন্যান্য একাধিক যানবাহনের সুরক্ষার স্বার্থে এটিকে ব্যবহার করা যেতে পারে। দুর্ভাগ্যবশত গাড়ি চুরি হয়ে গেলে অ্যালার্ম প্রেরণ করে এই জিপিএস সিস্টেমটি সতর্ক করবে মালিককে। এর সাহায্যে গাড়ির লাইভ লোকেশনও ট্র্যাক করা যায়। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল, এটিতে রিমোট ইঞ্জিন লক ফিচার রয়েছে, যার সাহায্যে গাড়ি চুরি হয়ে গেলেও দূরবর্তী যে-কোনো জায়গা থেকে গাড়িটির ইঞ্জিন বন্ধ করে দেওয়া যাবে।

Onelap Micro – Hidden Water Resistant Wired GPS Tracker

এই হিডন জিপিএস ট্র্যাকারটিতে ১২ মাস পর্যন্ত সিম কার্ড অ্যাক্টিভেশনের সুবিধা পাওয়া যাবে। মূলত বাইককে সুরক্ষিত রাখতে এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন। তবে বাইক ছাড়াও গাড়ি, বাস, ট্রাক, কিংবা ট্রাক্টরের মতো যে-কোনো ধরনের যানের জন্যেও এটি যথার্থভাবে উপযুক্ত। এই ইলেকট্রনিক গ্যাজেটের অ্যাপ্লিকেশনটি অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS)-এ ইনস্টল করা যেতে পারে। অ্যামাজনে এই জিপিএস ট্র্যাকারটির দাম ৩,৪১০ টাকা।

NV Prime Car/Bike Waterproof NXT GEN GPS Tracker

এই জিপিএস ট্র্যাকারটিতে ৫ বছরের সুুদীর্ঘ ওয়ারেন্টি পাওয়া যাবে। বাইক ও গাড়িকে পুরোপুরিভাবে সুরক্ষিত রাখতে এটি সিদ্ধহস্ত। আপনাদেরকে জানিয়ে রাখি, ডিভাইসটিকে ১০ মিনিটের মধ্যে ইনস্টল করে ফেলা যায়। এটির সাথে একটি সিম কার্ডও পাওয়া যাবে, যাতে ডেটা প্যাক রিচার্জ করার পরে ট্র্যাকারটি অবিলম্বে লাইভ লোকেশন দেখানো শুরু করবে। বর্তমানে অ্যামাজন থেকে এই জিপিএস ট্র্যাকারটি কিনতে হলে ১,৫৯৯ টাকা খরচ করতে হবে।