Fire Boltt Gladiator: মাত্র ২,৪৯৯ টাকায় Apple Watch এর মতো স্মার্টওয়াচ লঞ্চ করল ফায়ার বোল্ট

Avatar

Published on:

Fire Boltt Gladiator Launched in India

Fire Boltt আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন স্মার্টওয়াচ, Fire Boltt Gladiator। ১.৯৬ ইঞ্চি ডিসপ্লে প্যানেলের এই ঘড়িটিতে রয়েছে একাধিক উন্নততর ফিচার। সংস্থার মতে একবার চার্জে ঘড়িটি সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে। তাছাড়া অ‍্যাপেল ওয়াচ আল্ট্রার মতো দেখতে নতুন স্মার্টওয়াচটির ধারে রয়েছে একটি ফাংশনাল ক্রাউন বাটন। তদুপরি ঘড়িটি ১২৩টি স্পোর্টস মোড এবং বিভিন্ন হেলথ ফিচারের সাথে এসেছে। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire Boltt Gladiator স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Fire Boltt Gladiator এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ফায়ার বোল্ট গ্ল্যাডিয়েটর স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। আগামী ৩০ ডিসেম্বর থেকে ই-কমার্স সাইট অ্যামাজনে শুরু হবে এর বিক্রি। উল্লেখ্য, ব্ল্যাক, ব্লু, গোল্ড এবং ব্ল্যাক গোল্ড এই কালার অপশনগুলির থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন তাদের পছন্দে স্মার্টওয়াচটি।

Fire Boltt Gladiator এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ফায়ার বোল্ট গ্ল্যাডিয়েটর স্মার্টওয়াচটি ১.৯৬ ইঞ্চি এইচডি ডিসপ্লের সাথে এসেছে, যা সর্বোচ্চ ৬০০ নিট উজ্জ্বলতা অফার করবে। আল্ট্রা ন্যারো ফ্রেম ডিজাইনের এই ঘড়িটি জল প্রতিরোধী IP67 রেটিং প্রাপ্ত। এমনকি ঘড়িটি ধুলো এবং আকস্মিক কোনো আঘাত থেকে সুরক্ষিত থাকবে।

অন্যদিকে নতুন এই স্মার্ট ওয়্যারেবলটিতে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে। তার জন্য এতে রয়েছে ইনবিল্ট স্পিকার এবং মাইক্রোফোন। শুধু তাই নয়, এতে প্রি লোডেড কন্টাক্ট লিস্টের সাথে ডায়ালার প্যাড থাকায় ঘড়িটি ইউজার ফ্রেন্ডলিও বটে।

এছাড়া নতুন গ্ল্যাডিয়েটর স্মার্টওয়াচটি ১২৩টি স্পোর্টস মোড সাপোর্ট সহ এসেছে। যার মধ্যে পাঁচটি জিপিএস সাপোর্ট মোড রয়েছে। এগুলি হল জিপিএস রানিং, জিপিএস ওয়াকিং, জিপিএস সাইকলিং, জিপিএস ওয়ান ফুট এবং জিপিএস ট্রেইল। এছাড়া এর হার্ট রেট মনিটর ২৪ /৭ হার্ট রেট নিরীক্ষণ করতে সক্ষম। এমনকি এতে থাকছে ওমেন্স হেলথ মনিটর এবং স্লিপ মনিটরিং ফিচার। উপরন্তু এর SpO2 সেন্সর সর্বক্ষণ ইউজারের ব্লাড অক্সিজেন পরিমাপ করবে।

এবার আসা যাক Fire Boltt Gladiator স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে ঘড়িটি সাত দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করার পাশাপাশি ২০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সক্রিয় থাকবে। ব্লুটুথ ফিচার কলিং ফিচার চালু থাকলে এটি দুদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। আবার ফার্স্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ২৪ ঘন্টা পর্যন্ত চলবে। এখানেই শেষ নয়, ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে আটটি ভিন্ন মেনু ডিজাইন, ক্যালকুলেটর অ্যাপ, ওয়েদার অ্যাপ, অ্যালার্ম অ্যাপ ইত্যাদি। তার সাথে থাকছে ক্যামেরার সাটার কন্ট্রোল এবং ওয়াটার রিমাইন্ডার অ্যালার্ট। সর্বোপরি এর রোটেটিং ক্রাউন বাটনের মাধ্যমে সহজেই ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা যাবে।

সঙ্গে থাকুন ➥