ফের ভারতসেরার তকমা পেল Maruti-র SUV, Tata Nexon-কে হারিয়ে ফার্স্টবয় Brezza

ভারতে বিগত ক’মাসে সর্বাধিক বিক্রিত এসইউভি (SUV) গাড়ি হিসেবে Tata Nexon-এর নাম উঠে আসছিল। কিন্তু এবারে গাড়িটির বিক্রিতে আচমকাই ছন্দপতন ঘটলো। Tata Nexon-কে পেছনে ফেলে…

ভারতে বিগত ক’মাসে সর্বাধিক বিক্রিত এসইউভি (SUV) গাড়ি হিসেবে Tata Nexon-এর নাম উঠে আসছিল। কিন্তু এবারে গাড়িটির বিক্রিতে আচমকাই ছন্দপতন ঘটলো। Tata Nexon-কে পেছনে ফেলে তালিকার শীর্ষস্থান দখল করল সম্প্রতি নতুন সংস্করণে লঞ্চ হওয়া Maruti Suzuki Brezza। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত মাসে এটি মোট ১৫,৭৮৭ জন ক্রেতার সন্ধান পেয়েছে। এক বছর আগে ওই সময়ে বেচাকিনা হয়েছিল ৯,২৫৬ ইউনিট।

Tata Nexon-কে পেছনে ফেলে পয়লা স্থান দখল করল Maruti Suzuki Brezza

তালিকার দ্বিতীয় স্থানে থাকা Tata Nexon গেল মাসে ১৩,৯১৪ জন নতুন গ্রাহকের মুখ দেখেছে। ২০২২ এর ফেব্রুয়ারিতে মোট ১২,২৫৯ জন ক্রেতার হাতে গাড়িটির চাবি তুলে দিয়েছিল Tata Motors। তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমানে দেশের সর্বাধিক সুরক্ষার তকমা প্রাপ্ত গাড়ি Tata Punch। গত মাসে গাড়িটির ১১,১৬৯ ইউনিট বিক্রিবাটা হয়েছে। যেখানে এক বছর আগে বিক্রি হয়েছিল ৯,৫৯২ ইউনিট।

Hyundai-এর পরপর দুটি গাড়ি তালিকায় স্থান পেল

চতুর্থ স্থানের দখলদার Hyundai Creta। আগের মাসে মোট ১০,৪২১ জন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে গাড়িটি। যেখানে গত বছর ফেব্রুয়ারিতে এটি বিক্রিবাটা হয়েছিল ৯,৬০৬ ইউনিট। পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থার আরেকটি মডেল Hyundai Venue। গত মাসে এর মোট ৯,৯৯৭টি মডেল নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। তুলনাস্বরূপ গত বছর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ১০,২১২ ইউনিট।

Kia Seltos-কে বিক্রির নিরিখে পেছনে ফেলল Kia Sonet

ষষ্ঠ স্থানে জায়গা দখল করেছে Kia Sonet। আগের মাসে মোট ৯,৮৩৬ ইউনিট বিক্রি হয়েছে গাড়িটি। গেল বছর ওই সময়ে বেচাকেনা হয়েছিল ৬,১৫৪ ইউনিট। তালিকার সাত নম্বরে উঠে এসেছে Maruti Grand Vitara-এর নাম। গত মাসে এর বিক্রির সংখ্যা ছিল ৯,১৮৩ ইউনিট।

তালিকার সর্বশেষ স্থানে Mahindra-র দুই গাড়ি

বালিকার অষ্টম স্থানে জায়গা পেয়েছে Kia Seltos। আগের মাসে ৮,০১২ জন ক্রেতার হাতে গাড়িটির চাবি তুলে দিতে পেরেছে কিয়া। তুলনাস্বরূপ এক বছর আগে এটি বিক্রি হয়েছিল ৬,৫৭৫ ইউনিট। তালিকার নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Mahindra Scorpio ও Mahindra Thar। গেল মাসে গাড়ি দুটি বিক্রির হয়েছে যথাক্রমে ৬,৯৫০ ও ৫,০০৪ ইউনিট। যেখানে এক বছর আগে ওইসময়ে এদের বিক্রি সংখ্যা ছিল যথাক্রমে ২,৬১০টি ও ৫,০৭২টি।