ভয়ঙ্কর গরমে এসিও ফেল, শরীর ঠান্ডা রাখছে ভেন্টিলেটেড সিট, দামও সাধ্যের মধ্যে

এপ্রিল এর মাঝামাঝিতেই গরমের দাপটে কার্যত নাজেহালা অবস্থা দেশের বেশিরভাগ অংশেই। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই টেক্কা দিচ্ছে মরুভূমির দেশ-রাজস্থানকে। এমন পরিস্থিতিতে গাড়ি নিয়ে দূরে কোথাও পাড়ি…

এপ্রিল এর মাঝামাঝিতেই গরমের দাপটে কার্যত নাজেহালা অবস্থা দেশের বেশিরভাগ অংশেই। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই টেক্কা দিচ্ছে মরুভূমির দেশ-রাজস্থানকে। এমন পরিস্থিতিতে গাড়ি নিয়ে দূরে কোথাও পাড়ি দেওয়া যথেষ্ট ঝোঁক্কির ব্যাপার। গাড়ির মধ্যে থাকা বাতানুকূল যন্ত্র কেবিনের মধ্যে ঠান্ডা হাওয়া সরবরাহ করলেও অনেক সময়ই দীর্ঘক্ষন গাড়ির সিটে বসে থাকা বেশ কষ্টসাধ্য। এই পরিস্থিতির মোকাবিলা করতে পারে একমাত্র ভেন্টিলেটেড সিট। নিশ্চয়ই ভাবছেন কোন গাড়িতে পাবেন এমন অপশন? আপনার কাজকে খানিকটা সহজতরও করতেই এদেশের বাজারে বিক্রি হওয়া বাজেট ফ্রেন্ডলি সেরা ৫ টি ভেন্টিলেটেড সিট যুক্ত গাড়ির সন্ধান রইল।

Tata Nexon XZ+ LUX পেট্রোল

আজকের তালিকার ভেন্টিলেটেড সিট যুক্ত সবচেয়ে কম দামি মডেল হল Tata Nexon XZ+ LUX, যার এক্স শোরুম মূল্য ১১.৬০ লাখ টাকা। টাটা মোটরসের এই গাড়িটি এমনিতেই দেশের অন্যতম সেরা কম্প্যাক্ট এসইউভি। XZ+ LUX ভ্যারিয়েন্টের সামনের দুই সিটে ভেন্টিলেশন এর ব্যবস্থা রয়েছে। গরমের ছুটিতে তাই টাটা নেক্সন এর এই গাড়িটি নিয়ে আরামদায়কভাবে পাড়ি দিতে পারেন নিশ্চিন্তে।

Kia Sonet HTX Plus Turbo iMT

এদেশের নামকরা কম্প্যাক্ট এসইউভিগুলির মধ্যে অন্যতম কিয়া সনেট। গাড়িটির ম্যানুয়াল ট্রান্সমিশনযুক্ত HTX Plus ট্রিম কিনতে খরচ হবে ১২.৭৫ লাখ টাকা (এক্স শোরুম)। গ্রীষ্মের দাপট থেকে বাঁচতে ভ্যারিয়েন্টটির সামনের দিকে ভেন্টিলেটেড সিটের অপশন বর্তমান। তাছাড়াও নানা অত্যাধুনিক ফিচার পাবেন এই গাড়িতে।

Maruti Suzuki XL6 Alpha Plus

মারুতি সুজুকির মাল্টিপারপাস ভেহিকেল হিসাবে আর্টিগা (Ertiga) অনেক বেশি নাম করতে পারলেও, একই ধরনের গাড়ি XL6 এর চাহিদা অনেকটাই কম । যদিও মডেলটির Alpha Plus সংস্করণে ভেন্টিলেটেড সিটের মত অতিরিক্ত কিছু ফিচার দেখতে পাওয়া যায়। যারাএক্স শোরুম মূল্য ১৩.০৫ লাখ টাকা। এটি মারুতি সুজুকির  একমাত্র গাড়ি যাতে ভেন্টিলেটেড সিটের অপশন রয়েছে।

Hyundai Verna SX (O) Petrol

নিজেদের ভারতের সেরা এসইউভি নির্মাতা হিসাবে দাবি করলেও বিগত কয়েক বছর ধরেই প্রিমিয়াম সেডান মার্কেটে সাফল্যের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে Hyundai Verna। হালে গাড়িটির ফেসলিফ্ট ভার্সন লঞ্চ হয়েছে। সম্পূর্ণ নতুন ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার ডিজাইন দেখতে পাওয়া যায় এতে। তাছাড়াও Hyundai Verna SX (O) সংস্করণে রয়েছে ভেন্টিলেশন যুক্ত সিটের ব্যবস্থা। ১৪.৬৬ লাখ টাকা এক্স শোরুম মূল্যে কিনতে পাওয়া যায় এটি।

Skoda Slavia Style

চেক রিপাবলিকের গাড়ি নির্মাতা স্কোডা এর ভারতীয় পোর্টফোলিওতে থাকা Slavia মডেলটির Style সংস্করণে ভেন্টিলেটেড সিট দেওয়া হয়েছে। এটির এক্স শোরুম মূল্য ১৪.৮০ লাখ টাকা। ১.০ লিটার TSI এবং ১.৫ লিটার TSI এই দুটি ইঞ্জিনের অপশন উপলব্ধ এই গাড়িটিতে। দামের সঙ্গে সাজুজ্য রেখে একাধিক প্রিমিয়াম ফিচার এর কেবিনে যুক্ত করা হয়েছে। তাই আরামদায়ক এবং লাক্সারি গাড়ির প্রতি যাদের আকর্ষণ রয়েছে তাদের জন্য Skoda Slavia একটি অন্যতম ভালো অপশন।