OnePlus Pad এর প্রি-বুকিং শুরু, এখানে পাওয়া যাচ্ছে ১৫০০ টাকার কভার একদম ফ্রি

Avatar

Published on:

OnePlus Pad Pre-booking Start

আপনি যদি নতুন কোনো ট্যাবলেট কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য সুসংবাদ। ওয়ানপ্লাসের প্রথম ট্যাবলেট OnePlus Pad এর প্রি-বুকিং শুরু হয়েছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি বুক করা যাচ্ছে। কোম্পানির প্রথম ট্যাবে অনেক ফ্ল্যাগশিপ ফিচার রয়েছে। যেমন OnePlus Pad-এ পাওয়া যাবে ১১.৬১ ইঞ্চি ডিসপ্লে এবং ১২ জিবি পর্যন্ত র‌্যাম। আবার প্রি-অর্ডারকারীরা OnePlus Pad এর সাথে আকর্ষণীয় অফারের লাভ ওঠাতে পারবেন।

OnePlus Pad এর দাম ও অফার

ওয়ানপ্লাস প্যাডের ৮ জিবি র ্যাম ও ১২৮ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা এবং ১২ জিবি র ্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। এটি হ্যালো গ্রিন কালারে এসেছে।

অফারের কথা বললে, ফ্লিপকার্টে ওয়ানপ্লাস প্যাড ট্যাবলেটের সাথে এসবিআই ব্যাঙ্কের কার্ডে ১৫০০ টাকা পর্যন্ত এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও মিলবে ২৬,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস।

অন্যদিকে, ওয়ানপ্লাসের অফিসিয়াল সাইট থেকে ওয়ানপ্লাস প্যাডের কিনলে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ২০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ১৫০০ টাকার কভারও দিচ্ছে সংস্থাটি। আবার ক্রেতারা ১০০ জিবি ক্লাউড স্টোরের সুবিধাও পাবেন। ব্যাঙ্ক অফারের সুবিধা নিলে ওয়ানপ্লাস প্যাডের ৮ জিবি ভ্যারিয়েন্টের নতুন মূল্য হবে ৩৫,৯৯৯ টাকা এবং ১২ জিবি ভ্যারিয়েন্টের জন্য ৩৭,৯৯৯ টাকা খরচ করতে হবে।

OnePlus Pad ট্যাবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর। এটি অক্সিজেনওএস ১৩.১ কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য এর পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৯,৫১০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সঙ্গে থাকুন ➥