Vespa দারুণ চমক নিয়ে হাজির, চোখধাঁধানো রঙের মিশ্রণে আকর্ষণীয় স্কুটার লঞ্চ করল

রেট্রো স্টাইলের নস্টালজিয়াকে নতুন প্যাকেজে ফিরিয়ে আনলো Vespa। নব্বইয়ের দশকে কোন ব্যক্তি এই সংস্থার স্কুটারে ঘুরলে সর্বসাধারণের থেকে উঁচু শ্রেণীর বলে গণ্য হতেন। আজকালকার স্পোর্টি…

রেট্রো স্টাইলের নস্টালজিয়াকে নতুন প্যাকেজে ফিরিয়ে আনলো Vespa। নব্বইয়ের দশকে কোন ব্যক্তি এই সংস্থার স্কুটারে ঘুরলে সর্বসাধারণের থেকে উঁচু শ্রেণীর বলে গণ্য হতেন। আজকালকার স্পোর্টি ও পারফরম্যান্স স্কুটারের রমরমার দিনে সেই পুরনো দিনের আভিজাত্যকে নতুন মোড়কে হাজির করল ভেসপার মালিক সংস্থা পিয়াজিও (Piaggio)। Vespa 125 ও 150 সিসি রেঞ্জের স্কুটারগুলি নতুন দূষণ বিধি ও কালার আপডেটের সঙ্গে ভারতে হাজির হয়েছে।

2023 Vespa Dual 125 ও 150 নতুন অবতারে লঞ্চ হল

Vespa Dual 125 ও 150 এর আপডেটেড ভার্সন চারটি ণতুন ডুয়েল টোন কালার এবং রঙিন ফ্লোরবোর্ড সহ এসেছে। আবার পেছনের যাত্রীর আরাম বৃদ্ধিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। 2023 Vespa Dual 125-এর দাম ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে এবং টপ-স্পেক মডেল 150 VXL পর্যন্ত দাম ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।

2023 Vespa Dual 125 ও 150 কী কী পরিবর্তন এল

নতুন কালার অপশন ছাড়াও ভেসপা ডুয়েল রেঞ্জ আরামদায়ক ব্যাকরেস্ট এবং বডি প্যানেলে নতুন স্টিকার সহ এসেছে। সার্বিক ডিজাইনে তেমন কোন পরিবর্তন ঘটানো হয়নি। 2023 Vespa VXL 125 এবং 150-তে দেওয়া হয়েছে গোলাকৃতি হেডল্যাম্প। যেখানে Vespa SXL 125 এবং 150-তে উপস্থিত আয়তাকার ডিজাইনের হেডল্যাম্প।

2023 Vespa Dual VXL 125 এবং 150-এর কালার অপশনে রয়েছে পার্ল হোয়াইট ও অ্যাজিউরো প্রোভেঞ্জা, পার্ল হোয়াইট ও বেজ এবং পার্ল হোয়াইট ও ম্যাট ব্ল্যাক। অন্যদিকে Vespa Dual SXL 125 এবং 150 কেবল পার্ল হোয়াইট ও ম্যাট রেড কালারে বেছে নেওয়া যাবে। Vespa Dual রেঞ্জ বর্তমানে এদেশের সংস্থার ২৫০ এর বেশি ডিলারশিপ থেকে কেনা যাবে।