Redmi K70 Pro-তে বিরাট চমক,16GB র‍্যাম সহ থাকবে Snapdragon 8 Gen 3 প্রসেসর

কোয়ালকম (Qualcomm) আগামী অক্টোবরে এ বছরের স্ন্যাপড্রাগন সামিট (Snapdragon Summit 2023) রাখবে বলে শোনা যাচ্ছে, যেখানে তারা ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 লঞ্চের ঘোষণা করতে…

কোয়ালকম (Qualcomm) আগামী অক্টোবরে এ বছরের স্ন্যাপড্রাগন সামিট (Snapdragon Summit 2023) রাখবে বলে শোনা যাচ্ছে, যেখানে তারা ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 লঞ্চের ঘোষণা করতে পারে। তারপরেই, শীর্ষস্থানীয় চীনা স্মার্টফোন নির্মাতারা একে একে SD8G3 চিপ দিয়ে হাই-এন্ড ফোন রিলিজ করবে। Redmi K70 Pro যাদের মধ্যে অন্যতম। জানা গিয়েছে, K70 সিরিজের তিনটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকবে। সেগুলির কোডনেম যথাক্রমে ইনগ্রেস (Ingress), ভার্মির (Vermeer) এবং মানেট (Manet)। যা চীনে যথাক্রমে Redmi K70e, Redmi K70 এবং Redmi K70 Pro নামে আত্মপ্রকাশ করতে পারে। লঞ্চের আগে এখন, মানেট অর্থাৎ, Redmi K70 Pro মডেলটি Geekbench 6-এর ডেটাবেসে উপস্থিত হয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে৷

Redmi K70 Pro-কে দেখা গেল Geekbench ডেটাবেসে

23117RK66C মডেল নম্বর সহ রেডমি কে৭০ প্রো ফোনটি গিকবেঞ্চ ৬ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। সেই লিস্টিংয়ে অনুযায়ী, ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে। যদিও চিপটির নাম স্পষ্টভাবে জানানো হয়নি, তবে সিপিইউ এবং জিপিইউ (সোর্স কোডের মাধ্যমে) সংক্রান্ত বিবরণগুলি নিশ্চিত করে যে, কে৭০ প্রো উল্লিখিত প্রসেসরটির সাথেই বাজারে আসবে।

এছাড়াও গিকবেঞ্চ থেকে জানা গেছে যে, রেডমি কে৭০ প্রো-এ স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপের সাথে ১৬ জিবি র‍্যাম যুক্ত থাকবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে, যার ওপরে সম্ভবত মিউ ১৪ (MIUI 14) কাস্টম স্কিনের স্তর থাকবে। সিঙ্গেল-কোর টেস্টে ১,১০০ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৫,১৫০ পয়েন্ট স্কোর করেছে এটি।

শোনা যাচ্ছে যে, Redmi K70 Pro-এ একটি ফ্ল্যাট ওলেড (OLED) স্ক্রিন থাকবে যা 2K রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। ডিভাইসটিতে ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ এবং ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Redmi K70 Pro-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের (Sony IMX707, OIS) প্রাইমারি ক্যামেরা, আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩.২x জুম সহ টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এতে ওয়্যারলেস চার্জিং নাও সাপোর্ট করতে পারে।