Amazfit Active: ফুল চার্জে চলবে টানা ১৪ দিন, জল‌ লাগলেও নষ্ট হবে না, কিনবেন নাকি এই স্মার্টওয়াচ

বিশ্ব বাজারে লঞ্চের পর এবার ভারতীয় বাজারে খুব শীঘ্রই কেনার জন্য উপলব্ধ হতে চলেছে Amazfit সংস্থার নতুন Amazfit Active স্মার্টওয়াচ। এতে রয়েছে ১.৭৫ ইঞ্চি অ্যামোলেড…

বিশ্ব বাজারে লঞ্চের পর এবার ভারতীয় বাজারে খুব শীঘ্রই কেনার জন্য উপলব্ধ হতে চলেছে Amazfit সংস্থার নতুন Amazfit Active স্মার্টওয়াচ। এতে রয়েছে ১.৭৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ব্লুটুথ কলিং ফিচার, বিভিন্ন হেলথ সেন্সর এবং একাধিক স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন Amazfit Active স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Amazfit Active-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Amazfit Active স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১২,৯৯৯ টাকা। এটি আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ই-কমার্স সাইট অ্যামাজন এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে পাওয়া যাবে। আগ্রহী ক্রেতারা এটি মিডনাইট ব্ল্যাক, পেটাল পিঙ্ক এবং ল্যাভেন্ডার পার্পেল কালার অপশনে কিনতে পারবেন।

Amazfit Active-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Amazfit Active স্মার্টওয়াচটি ১.৭৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৪৫০x৩৯০ পিক্সেল এবং এর ওপর রয়েছে ২.৫ডি গ্লাসের আচ্ছাদন। ঘড়িটিতে জেপ ওএস ২.০ অপারেটিং সিস্টেম রান করবে এবং এতে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি উপলব্ধ। সেই সঙ্গে ব্লুটুথ কলিংয়ের জন্য এতে থাকবে বিল্ট-ইন মাইক্রোফোন ও স্পিকার। এখানেই শেষ নয়! ঘড়িটিতে অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে।

অন্যদিকে, ওয়্যারেবলটিতে রয়েছে বাও ট্র্যাকার ৩ পিপিজি বায়োমেট্রিক সেন্সর, যার মাধ্যমে হার্ট রেট, ব্লাড অক্সিজেন এবং স্ট্রেস মনিটরিং করা যাবে। আবার ঘড়িটিতে থাকবে ৩ অ্যাক্সিস মোশন সেন্সর এবং চারটি স্যাটেলাইট পসিশনিং সিস্টেম। এছাড়া ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল জেপ কোচ, স্মার্ট ট্র্যাজেক্টটারি কারেকশন, ভার্চুয়াল পেসার, মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল ও ২৫৬ এমবি ইন্টারনাল স্টোরেজ।

এবার আসা যাক Amazfit Active স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১৪ দিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এটি 5ATM রেটিংপ্রাপ্ত।